নিয়ে নিন বিনামূল্যে .xyz টপ লেবেলডোমেইন

একটি টপ লেবেল ডোমেইন যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে কেমন হয়! আপনি চাইলে .xyz.ডোমেইন ১ বছেরের জন্য ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পরেন, এই অফারটি জুন ২০১৫ মাসের জন্য।
image
.xyz ডোমেইন এর বতর্মান মূল্য ১০০০
টাকার মত। তবে .xyz এর প্রথম বার্ষিকী
উপলক্ষ্যে রিসেলাররা ডোমেইন
রেজিস্ট্রেশনে বড় ধরনের ছাড় দিয়েছে। ফলে মাত্র ২০০ টাকাতে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন।
তবে যদি http://buy.xyz/ থেকে
ডোমেইনটি কিনেত চান তাহহলে মূল্য দিতে হবে .৭৫ ডলার। আর আপনি এখানে যদি “celebrate” কুপন কোড ব্যবহার করেন তাহলে .৭৫ কুপন ডিসকাউন্ট পাবেন ফলে আপনার ডোমেইনের মূল্য দাড়াবে ০ ডলার মানে ফ্রি।
সুতারাং দরকার থাকলে ফ্রিতে নিয়ে নিতে
পাবেন .xyz ডোমেইন এক বছরের জন্য
শুধুমাত্র জুন ২০১৫ মাসের মধ্যে।

Related Posts
Previous
« Prev Post