ফেসবুকে যুক্তহচ্ছে নতুন ফিচার‘বেস্ট ফ্রেন্ড’

image
নিউজ ফিড নিয়ে একের পর এক
বিভিন্ন নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ফেসবুক। আর এরই সর্বশেষ সংযোজন ‘বেস্ট ফ্রেন্ড’।
পরীক্ষামূলকভাবে চালু করা নতুন এই ফিচার একজন ব্যবহারকারীকে তার সবচেয়ে ভাল বন্ধু নির্বাচনের সুযোগ করে দেবে।
এই ফিচারের মাধ্যমে নির্বাচিত সেরা বন্ধুর সব ধরণের আপডেট পাওয়া যাবে নিউজ ফিডের একেবারে উপরের দিকে। ফলে কাছের বন্ধুদের কোন আপডেটই আর মিস হবে না।
আর বেস্ট ফ্রেন্ড নির্বাচন করা যাবে
কাঙ্ক্ষিত বন্ধুর প্রোফাইলে থাকা ‘See
First’ বাটনে ক্লিক করে।
নতুন এই ফিচারের ব্যপারে ফেসবুকের একজন মুখপাত্র জানান, “ফেসবুকের ইউজার এক্সপেরিয়েন্স আরও উন্নত করতে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ফিচার যুক্ত করছি। আর এর অংশ হিসেবেই নতুন এই ফিচারটি যুক্ত করা হয়েছে যার মাধ্যমে নির্দিষ্ট কিছু বন্ধুর আপডেট পাওয়া যাবে সবার উপরে।”

Related Posts
Previous
« Prev Post