[Important Android app Review ] একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করেনিজেই হন নিজের সিমের কাস্টমার কেয়ারম্যানেজার…

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই
কেমন আছেন, আশা করি খুব
ভাল আছেন এবং আগামি তে যেন সব সময়
ভালো থাকেন এই কামনা রইলো।
আজকে আপনাদের জন্য নিয়ে এলাম
এন্ড্রয়েড ইউজারদের জন্য দারুন এক
মোবাইল অ্যাপ্লিকেশন। এপ্লিকেশনটির
নাম e-Care BD।
এপ্লিকেশনটি পাওয়া যাচ্ছে এখন গুগল প্লে
স্টোরে । যদি কেউ প্লে স্টোর থেকে
ডাউনলোড করতে না পারেন তাহলে এখান
থেকে ডাউনলোড করে নিতে পারেন. ….
ডাউনলোড (1.5 MB)
এপ্লিকেশনটিতে যা যা থাকছেঃ-
আপনার মোবাইলের গ্রমিন, রবি, এয়ারটেল এবং বালালিংক সিম এর বর্তমান সকল অফার। যেমন, বন্ধ সিমের অফার, নতুন সিমের অফার, রিচার্জ অফার, ব্যবহারের উপর অফার সব কিছুই জানতে পারবেন।
image
আপনার সিমের সকল তথ্য– যেমনঃ
১। লাস্ট ১ মাসের রিচার্জ দেখতে পারবেন।
২। আপনার সিমের FnF ফ্রিতে চেইঞ্জ,
ডিলিট এবং অ্যাড করতে পারবেন।
৩। আপনার সিমের ১ মাসের সকল
Incoming এবং Outgoing কল দেখতে
পারবেন।
৪। আপনি যদি e-Care সার্ভিসটি ব্যবহার করেন, তাহলে আপনার সিম চুরি হয়ে গেলেও যে কোন সময় আপনি সিমটি তুলতে পারবেন। কারণ সিমের সকল তথ্যই আপনি এই এপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন।
৫। আপনার সিম এখন বর্তমানে কোন
প্যাকেজে আছে সেটা জানতে পারবেন।
৬। কোন প্যাকেজে কি রকম কল রেট সুবিধা জানতে পারবেন। এক কথায় আপনার সিমের কাস্টমার ম্যানেজার আপনি ই হয়ে যাবেন।
আশা করি আপনাদের ভালো লাগবে এবং
এপ্লিকেশনটি প্রত্যেক এন্ড্রয়েড ইউজার
এর ই কাজে লাগবে।
আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন…
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো
থাকুন এবং সব সময় আইটি প্রযুক্তির এর সাথেই থাকুন।

Related Posts
Previous
« Prev Post