নেক্সাস ৫ ডিভাইসের জন্য সেরা কিছু কাস্টম রম

1

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের এক্সপেরিয়েন্স সর্বোচ্চ পেতে সম্ভবত কাস্টম রম ব্যবহার করা ছাড়া অন্য কোন উপায় নেই। চমৎকার সব ফিচার সম্বলিত বিভিন্ন কাস্টম রম ব্যবহার করার পরেই যেন অ্যান্ড্রয়েডের প্রকৃত মজা উপলব্ধি করা যায়। যদিও স্টক রমের মত কাস্টম রমগুলো পারফেক্ট হয়না তবে এগুলো ডিভাইসের বিভিন্ন রেস্ট্রিকশন ভেঙ্গে দিয়ে এবং ডিভাইসের নতুন সব ফিচার আনলক করে পুরাতন ডিভাইসকেই যেন করে ফেলে একবারেই নতুন। তাই আজকে আমি গুগলের বহুল জনপ্রিয় একটি ডিভাইস নেক্সাস ৫ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছি নেক্সাস ৫ ডিভাইসের জন্য তৈরি সবচাইতে ভালো কিছু কাস্টম রম। চলুন, জেনে নেয়া যাক সেই রমগুলো সম্পর্কে।

Cataclysm

আপনি যদি স্টক ললিপপের একজন অন্ধ ভক্ত হয়ে থাকেন তবে আপনার অবশ্যই Cataclysm কাস্টম রম ব্যবহার করে দেখা উচিৎ। কেননা, চমৎকার এই কাস্টম রমটি আপনাকে তো স্টক ললিপপের অসাধারণ এক্সপেরিয়েন্স প্রদান করবেই, সেই সাথে বেশ কিছু নতুন সুবিধাও আনলক করে আপনার সুবিধা করে দিবে। এই কাস্টম রমটি ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মত যে কোন ধরণের ছোট খাটও ললিপপের ইন্টারফেসের অ্যাসপেক্টগুলোকে টুইক করতে পারবেন। লকস্ক্রিনের অপাসিটি থেকে শুরু করে নোটিফিকেশন লেড পর্যন্ত – বলতে গেলে এমন কিছুই নেই যা আপনি এই কাস্টম রমটিতে নিজের ইচ্ছামত টুইক করতে পারবেন না। তাই, এই কাস্টম রমটি ব্যবহার করার সময় কখনোই আপনি মূল গুগলের অপারেটিং সিস্টেমটির রেস্ট্রিকশনগুলো ফেস করবেন না।
2
Cataclysm কাস্টম রমটির ডেভেলপাররা অনেক বেশি পরিশ্রমী এবং তারা সবসময় চেষ্টা করে থাকে তাদের গ্রাহকদের লেটেস্ট অপারেটিং সিস্টেমের স্বাদ পাইয়ে দিতে। তাই, এখনও যখন অনেক ডিভাইসেই ললিপপ ৫.১ আপডেটটি পায়নি তখন বেশ কিছু সময় আগেই (প্রায় দেড় মাস) Cataclysm কাস্টম রমের ডেভেলপাররা অ্যান্ড্রয়েড ৫.১ ভার্সনের উপর ভিত্তি করে একটি আপডেট প্রদান করেছিলো।
আপনারা যারা এখনও এই কাস্টম রমটি ব্যবহার করে দেখেননি তারা এক্সডিএ ডেভেলপারসের ফোরাম থেকে সহজেই এই রম সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ফ্ল্যাশ পদ্ধতি জানতে পারবেন।

LiquidSmooth

নেক্সাস ৫ ডিভাইসের জন্য আরও একটি চমৎকার কাস্টম রম হচ্ছে LiquidSmooth, যার মূল বেস ভার্সন বর্তমানে অ্যান্ড্রয়েডের ললিপপ। এই কাস্টম রমটি ব্যবহার করে আপনি সহজেই আপনার ডিভাইসের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো পরিবর্তন (টুইক) করতে পারবেন, যেমন ধরুন – ব্যাটারি ইন্ডিকেটর, সিগনাল বারস সহ আরও অনেক কিছুই, সাথে যুক্ত রয়েছে জনপ্রিয় স্লিম পাই ইউআই অপশনও। এছাড়াও এই কাস্টম রমটি আপনাকে নোটিফিকেশনের জন্য আপনার ইচ্ছামত সাউন্ড ডিজাইন করতে দেয় যার ফলে বিরক্তিকর ডিফল্ট নোটিফিকেশনগুলো থেকে আপনি মুক্তি পাবেন সহজেই।
3
LiquidSmooth কাস্টম রমটি লাইটওয়েট, স্ট্যাবল এবং অবশ্যই বেশ জনপ্রিয় একটি কাস্টম রম। এই কাস্টম রমটির জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে, রমটি চমৎকার ভাবে ডিভাইসের হার্ডওয়্যারগুলোকে ইউটিলাইজ করতে সক্ষম। যেমন ধরুন, আপনি ইচ্ছা করলেই ভলিউম রকারকে ব্যবহার করতে পারবেন মিডিয়া কন্ট্রোলার হিসেবে। চলুন, রমটির কিছু সুবিধা একনজরে দেখে নেয়া যাক
সুবিধা সমূহ:
  • Linaro এবং Code Aurora অপটিমাইজেশন
  • SlimPie
  • সায়ানোজেন মোড ১২ থিম এঞ্জিন
  • কাস্টম ন্যাভিগেশন বার অপশন
  • AOKP সিস্টেম অ্যানিমেশন কনট্রোল
  • লিস্ট অ্যানিমেশন ভিউ এবং ইন্টারপোলেটর
  • দুর্বল ওয়াই ফাই কানেকশনকে অ্যাভোয়েড করার সুবিধা
  • SuperSu ইন্টারগ্রেটেড
  • কুইক সেটিংসের জন্য লং ক্লিক সুবিধা
  • সেটিংস প্যানেলে LockClock অপশন সুবিধা
  • OmniRoms পারফর্মেন্স কনট্রোল
  • অ্যাপ সার্কেল সাইডবার
  • চমৎকার গেসচার সুবিধা
  • গেসচার আনলক সুবিধা
  • ব্যাটারি আইকন অপশন
  • SLimRoms Headsup কাস্টমাইজেশন সুবিধা
  • স্ক্রিনশট নয়েজ ডিজঅ্যাবল সুবিধা
  • কল ব্ল্যাক লিস্ট অপশন
  • এসএমএস রেট লিমিটিং অপশন
  • বিল্ট ইন সুপারইউজার, সাথে রুট এক্সেস সুবিধা
  • স্প্যাম নোটিফিকেশনের ক্ষেত্রে ফিল্টার সুবিধা
  • নিরাপদ হেডসেট ভলিউম অপশন
  • ০, ৯০, ১৮০ এবং ২৭০ ডিগ্রি কাস্টমাইজেবল রোটেশন সুবিধা
  • ভলিউম রকার ওয়েক আপ সুবিধা
  • IME সুইচার নোটিফিকেশন কনট্রোল সুবিধা
  • ফুলস্ক্রিন কীবোর্ড ডিস্যাবল অপশন
  • সায়ানোজেন মোডের প্রাইভেসি গার্ড সুবিধা
  • ডার্ক ইউআই
  • পার্টিশন সাইজ ইনফো
  • লিকুইডস্মুথ স্ট্যাটস এবং আপডেটার
এছাড়াও, LiquidSmooth রমটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্লাশের প্রসিডিউর অনুসরণ করতে আপনারা এক্সডিএ ডেভেলপারসের ফোরাম থেকে ঘুরে আসতে পারেন।

CyanogenMod

শুধুমাত্র নেক্সাস ৫ ডিভাইসই নয়, বরং বলতে গেলে প্রায় সকল স্মার্টফোনের ক্ষেত্রেই বা এক কথায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জগতে থাকা সবগুলো কাস্টম রমের মাঝে যদি যেকোনো একটিকে সেরা উপাধি দেয়া যায় তবে সেটা হচ্ছে ‘সায়ানোজেন মোড’ কাস্টম রম। এর জনপ্রিয়তার পেছনে রয়েছে অনেক কারণও। হাজারো কাস্টমাইজেশন সুবিধা রয়েছে এই কাস্টম রমটিতে, এবং এই কাস্টম রমটি এক্সট্রিমলি স্ট্যাবল। এতটাই স্ট্যাবল যার কারণে কিছু ডিভাইসের নির্মাণকারী প্রতিষ্ঠান সমূহ তাদের ডিভাইসে এই কাস্টম রমটি প্রি-ইন্সটল করে দিয়ে থাকেন, উদাহরণস্বরূপ – Oppo এবং OnePlus। শুধু মাত্র কাস্টম রম ডেভেলপ যে করে সায়ানোজেন মোড টিম তাই নয়, বরং এদের বিশাল কমিউনিটি নতুনদেরও ডেভেলপমেন্ট বিষয়ক নানান রকম সাহায্য করে থাকে।
4
সায়ানোজেন মোড একটি ফাস্ট এবং স্ট্যাবল কাস্টম রম এবং অবশ্যই আপনি যদি কাস্টম রম ব্যবহারের ক্ষেত্রে একেবারেই নতুন হয়ে থাকেন তবে সেক্ষেত্রে এই রমটি দ্বারা যাত্রা শুরু করাই সবচাইতে শ্রেয় হবে। কেননা, অন্যান্য বাগি রম গুলো প্রথমে ব্যবহার করলে কাস্টম রমের উপর থেকে আপনার মন উঠে যেতে পারে! বর্তমানে সায়ানোজেন মোডের সর্বাধুনিক ভার্সন হচ্ছে CyanogenMod 12 এবং এটি মূলত অ্যান্ড্রয়েডের ললিপপের উপর বেস করেই তৈরি করা হয়েছে, তাই বলতে গেলে সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ললিপপের আপডেট সহ অন্যান্য কাস্টমাইজেশন সুবিধা ব্যবহার করতে চাইলে এর মত রম খুব কমই পাবেন।
সায়ানোজেন মোড সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন সায়ানোজেন মোডের ওয়েবসাইট থেকে, এবং ডাউনলোড করতে পারেন এই লিংক থেকে।

Elix-R

Elix-R কাস্টম রমটি একটি সিম্পল এবং বেশ এফিসিয়েন্ট একটি কাস্টম রম যা আমি এমন ব্যবহারকারীদের রেকমেন্ড করতে চাই যারা যথাসম্ভব কম প্রি-ইন্সটল্ড অ্যাপ চায় এবং একই সাথে স্মুথ স্মার্টফোন এক্সপেরিয়েন্স পেতে চায়। এই কাস্টম রমের ডেভেলপারদের মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ স্টক রমের উপর ভিত্তি করে একটি কাস্টম রম নির্মাণ করা যার মধ্যে থেকে স্টক রমের বিরক্তিকর সকল ফিচার সমূহ বাদ দেয়া যায় এবং খুবই সিম্পল একটি কাস্টম রম ব্যবহারকারীদের উপহার দেয়া যায়।
5
শেষ পর্যন্ত, Elix-R রমটিতেও নিচের দিকে অ্যান্ড্রয়েড ললিপপের বাটন যুক্ত করা হয়েছে যা রমটিতে যোগ করেছে চমৎকার একটি ম্যাটেরিয়াল ডিজাইন টাইপ লুক। চলুন, রমটির সুবিধা সমূহ সংক্ষেপে জেনে নেয়া যাক।
সুবিধা সমূহ:
  • বেজড অন ১০০% স্টক
  • ফ্লাট ইউআই
  • মুনশাইন আইকন
  • কিটক্যাট স্টাইল থিমড
  • আপ-টু-ডেট
  • ছোট আকারের ন্যাভিগেশন বার
  • কাস্টম সফট কী সমূহ
  • নতুন ইউআই সাউন্ড
  • স্মুথ স্ক্রিলিং হ্যাক
  • Roboto Condensed ফন্ট
  • চমৎকার সব ওয়ালপেপার
  • লেটেস্ট মটোরোলা গ্যালারী
  • এলিমেন্টাল এক্স কার্নেল
  • পারফর্মেন্স এবং ব্যাটারি লাইফের মধ্যে চমৎকার ব্যালেন্স
  • S2S এবং S2W এনাবল্ড
  • ভাইপার ফর অ্যান্ড্রয়েড
  • আপডেটেড অ্যাড্রেনো ড্রাইভার
  • অল রোটেশন
  • ডেলবিক অপটিমাইজেশন
  • বায়োনিক অপটিমাইজেশন
  • এআরটি
রমটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন এক্সডিএ ডেভেলপারদের ফোরাম থেকে। বিস্তারিত তথ্য এবং ফ্লাশিং গাইড সবই পাবেন ফোরামে।

Paranoid Android

অনেক ডেভেলপারদের জন্যেই এই কাস্টম রমটি একটি আদর্শ, এবং এটি একটি ওপেন সোর্স রম। আর ওপেন সোর্স হবার কারণেই মূলত এটি প্রায় সবসময়ই আপডেট হচ্ছে এবং আপডেট মানেই এখানে ইমপ্রুভমেন্ট। প্যারানয়েড অ্যান্ড্রয়েডই প্রথম কাস্টম রম যেখানে সর্বপ্রথম পাই মেন্যু ব্যবহার করা হয়। এই কাস্টম রমটি বেশ স্ট্যাবল এবং এটি সর্বশেষ আমার জানামতে অ্যান্ড্রয়েড কিটক্যাট (৪.৪.৪) এর উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।
6
প্যারানয়েড অ্যান্ড্রয়েড কাস্টম রমটিতে আপনি ইচ্ছা করলেই কিটক্যাটের হলো ডিজাইনের মূল কালার পরিবর্তন করতে পারবেন এবং অন্যান্য যে কোন কাস্টম রমের প্রায় যেকোনো ফিচারও যুক্ত করতে পারবেন। এই কাস্টম রমটি ওটিএ সুবিধা সাপোর্ট করে এবং এর ডেভেলপাররা প্রায় রেগুলারই আপডেট প্রদান করে থাকেন। এই কাস্টম রমটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

SimKat Stable 6.0

SlimKat কাস্টম রমটি স্লিমের কিটক্যাটের একটি ভার্সন। এই রমটি মূলত এর চমৎকার কার্নেল এবং সিস্টেমের জন্য বিখ্যাত। এছাড়াও এই কাস্টম রমটি চমৎকার স্ট্যাবল এবং এনার্জি ফ্রেন্ডলি। আপনারা যারা ব্যাটারি লাইফ নিয়ে চিন্তিত থাকেন এবং ব্যাটারি লাইফ বৃদ্ধি করতে বিভিন্ন রকম টুল ব্যবহার করেন তারা এত ঝামেলা না করে এই কাস্টম রমটি ব্যবহার করে দেখুন, ভালো ফল পাবেন।
7
SlimKat কাস্টম রমটিও চমৎকার পার্সোনালাইজেশনের সুবিধা প্রদান করে থাকে। আপনি এই রমটিতে যেকোনো কিছুর শর্টকাট বলতে গেলে যেকোনো স্থানে খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন, যেমন ধরুন, পাই মেন্যুতে, হার্ডওয়্যার বাটনে, ন্যাভিগেশন মেন্যুতে, লকস্ক্রিনে এবং এমনকি নোটিফিকেশন প্যানেলেও! আর যেকোনো ভাবে টুইক করতে পারাটাই এর সবচাইতে চমৎকার দিক।
এই রমটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ইন্সটল করতে ঘুরে আসুন এই লিংকটি থেকে।

স্টক অ্যান্ড্রয়েড এবং Franco Kernel

আপনারা যারা সবকিছুই নিখুঁত চান তাদের জন্য মূলত স্টক অ্যান্ড্রয়েড ছাড়া গতি নেই। তাই আপনারা যদি স্টক রমই ব্যবহার করতে চান এবং সাথে কাস্টম রমের বাড়তি সুবিধাগুলোও ব্যবহার করতে চান তবে একটি ভালো কার্নেল ইন্সটল করা ছাড়া আপনার গতি নেই। আর, নেক্সাস ৫ ডিভাইসের জন্য ফ্র্যাঙ্কো কার্নেলটি হাইলি রেকমেন্ডেড একটি কার্নেল। চমৎকার এই কার্নেলটির জনপ্রিয়তার পেছনে মূলত কাজ করে থাকে এর এনার্জি এফিসিয়েন্সি, আর এছাড়া অন্যান্য সুবিধা তো রয়েছেই। তাই, স্টক অ্যান্ড্রয়েডের সর্বোচ্চ মজা নিতে আজই ইন্সটল করে নিতে পারেন এই কার্নেলটি।
androidpit-franco-kernel-w628
ফ্র্যাঙ্কো কার্নেলের একটি ডেডিকেটেড অ্যাপলিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে যা আপনাকে এর আপডেটগুলো খুব সহজ এবং নিরাপদ ভাবে প্রদান করবে, এমনকি এর ফলে আপনাকে ম্যানুয়ালি ফার্মওয়্যার ফ্লাশও করতে হবেনা। বিস্তারিত জানতে এক্সডিএর এই ফোরামটি ফলো করুন।

শেষ কথা:

আগেও বলেছি, আবারও বলছি। কাস্টম রম যতই শক্তিশালী এবং চমৎকার হোক তা কখনই স্টক রমের মত পারফেক্ট হয়না। সামান্য হলেও বাগ থেকে যায়। এবং কাস্টম রম বা কার্নেল ফ্ল্যাশ করার সময় অনেকে তাদের ডিভাইসগুলো সাময়িক বা পার্মানেন্টভাবে ব্রিক করে ফেলেন। তাই এই পোস্টটি পড়ার পর যদি কেউ কাস্টম রম ব্যবহারের কথা চিন্তা করে থাকেন তবে বলবো, ‘ভাই, একটু সাবধানে কাজটা করবেন। ক্ষতি হলে তা এক্সডিএ বা আমার পক্ষে ঠিক করা সম্ভব নয়!’ অবশ্য, মন দিয়ে কোন রকম স্টেপ মিস না করলে কোন রকম সমস্যা আপনাকে ফেস করতে হবেনা। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন সবাই

Related Posts
Previous
« Prev Post