পুরুষের ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে 'প্রেম'

অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হয়। এটি দেহের বিপাক ক্রিয়াতেও সহায়তা করে। আর সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, প্রেম-ভালোবাসার কারণে এ হরমোনটির নিঃস্বরণ বেড়ে যায়। এতে শরীরের বেশ কিছু পরিবর্তন হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।
পুরুষেরা প্রেমে পড়লে দেহে অক্সিটোসিন বেড়ে যায়, যা শরীরে বিপাক ক্রিয়া বাড়ায়। এতে দেহে কিছু ইতিবাচক প্রতিক্রিয়া হয়, যার মধ্যে আছে দেহের ওজন কমে যাওয়া।
গবেষণায় দেখা গেছে, অক্সিটোসিন অতিরিক্ত মোটা পুরুষদের ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে। মূলত বিপাক ক্রিয়ায় পরিবর্তনের কারণেই এটি হয়।
গবেষকরা আরো জানিয়েছেন, অক্সিটোসিন হরমোন দেহের ক্যালরি গ্রহণ কমাতেও সহায়তা করে। ফলে শুধু দেহের ক্যালরি ক্ষয় করতেই নয়, ক্যালরি গ্রহণ কমাতেও এ হরমোন কাজ করে। এতে সামগ্রিকভাবে দেহের ওজন কমার বা সঠিক ওজনে যাওয়ার প্রবণতা দেখা যায়।
গবেষকরা আরো জানিয়েছেন, ক্যালরি গ্রহণ কমে গেলে এবং অক্সিটোসিন কার্বহাইড্রেটকে ফ্যাটে রূপান্তর করলে তা দেহের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে।

Related Posts
Previous
« Prev Post