অনলাইনে পিএইচপি (PHP) শেখার ১২ টিওয়েব সাইট –

image
অনলাইনে পিএইচপি (PHP) শেখার ১২ টি
ওয়েব সাইট সম্পর্কেওয়েব ডিজাইনিং এন্ড
ডেভেলপমেন্টের জগত অনেক বিশাল ও
ব্যাপক। এইচ টি এম এল (HTML) এবং সি
এস এস (CSS) ব্যবহার করে সহজেই একটি
সাইটের স্ট্যাটিক ডিজাইন তৈরি করা সম্ভব, কিন্তু এ ধরণের পেজে প্রোগ্রামিং বা লজিক
ব্যবহারের সুবিধা পাওয়া যায় না। এই
জগতেরই অবিচ্ছেদ একটি অংশ হচ্ছে ওয়েব
প্রোগ্রামিং। প্রোগ্রামিং সুবিধা যুক্ত
ডাটাবেস নির্ভর ডাইনামিক ওয়েব সাইট
তৈরির জন্য পি এইচ পি (PHP)
হাইপারটেক্সট প্রিপ্রসেসর (Hypertext
Preprocessor) ব্যবহার করা হয়। সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবেও অধিক পরিচিত এটি। ডাইনামিক এবং ইন্ট্রাকটিভ ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে পি এইচ পি একটা
শক্তিশালি ল্যাঙ্গুয়েজ। ওপেন সোর্স
জেনারেল পারপোজ স্ক্রিপ্টিং ল্যঙ্গুয়েজ
হওয়ায় ওয়েব প্রোগ্রামারদের কাছে বেশ
জনপ্রিয় পি এইচ পি । এছাড়া পি এইচপি
ওয়েবে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ
নিরাপত্তা প্রদান করে। তাই একজন ভাল
মানের ওয়েব ডেভলপার হিসেবে নিজেকে তৈরি করার জন্য PHP শেখার কোন বিকল্প নেই।
যারা এইচ টি এম এল (HTML) এবং সি এস
এস (CSS) জানেন, অনলাইনে PHP শেখার প্রস্তুতি নিচ্ছেন এবং যারা ওয়েব
প্রোগ্রামিং শেখার খুব আগ্রহ আছে কিন্তু শুরু করতে চাইছেন তাঁরা সংগ্রহে রাখতে পারেন নিচের ১২ টি ওয়েব সাইট।
১। http://www.w3schools.com/PHP/DEfaULT.asP
২। http://php.net/manual/en/index.php
৩। http://stackoverflow.com/
৪। http://www.learnphponline.com/
৫। http://www.phpbuddy.com/
৬। http://www.tizag.com/phpT/
৭। http://php.about.com/
৮। http://devzone.zend.com/
৯। http://www.tutorialized.com/
tutorials/PHP/1
১০। http://www.phpbuilder.com/
১১। http://www.phpedit.com/en
১২। http://www.developertut
orials.com/category/tutorialsphp/

Related Posts
Previous
« Prev Post