[টিপস] চোখের সৌন্দর্য বৃদ্ধিকরার উপায়।

[টিপস] চোখের সৌন্দর্য বৃদ্ধিকরার উপায়।
চোখ ভিতরে ঢুকে থাকলে বা ঢুলুঢুলু হয়ে
থাকলে ‍পুরো সৌন্দর্যেই সেটার একটা ছাপ পড়ে। তাই সুন্দর চেহারার অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি অংশ হলো সুন্দর চোখ।
চোখের ক্লান্তি খুব সহজে দূর করা সম্ভব নয়। তবে সাধারণ কিছু মেইকআপ কৌশলের সাহায্যে কিছুটা হলেও চোখের ক্লান্তভাব দূর করা সম্ভব।
একটি রূপচর্চা বিষয়ক ওয়েবসাইটের
প্রতিবেদন থেকে সেই পদ্ধতিই জানানো
হলো।
image
ঘন চোখের পাপড়ি
ভারি মেইকআপের ক্ষেত্রে নকল পাপড়ি
ব্যবহার বেশ জনপ্রিয়। তাই বলে
প্রতিদিনের সাজগোজে তো আর নকল
পাপড়ি ব্যবহার করা যায় না। তবে চোখ
আকর্ষণীয় করে তুলতে ঘন পাপড়ির তুলনা
নেই।
চোখ আকর্ষণীয় করে তুলতে ঘন পাপড়ির
তুলনা নেই। মডেল: মডেলঃ শারমিন রমা/
ছবি: ই স্টুডিও। চোখ আকর্ষণীয় করে
তুলতে ঘন পাপড়ির তুলনা নেই। মডেল:
মডেলঃ শারমিন রমা/ছবি: ই স্টুডিও।
সেক্ষেত্রে ‘ভল্যুমিলাইজিং এবং লেন্থননিং’ উপাদান বিশিষ্ট মাশকারা ব্যবহার করা যেতে পারে। এ ধরনের মাশকারা বিশেষ উপাদান ও
ব্রাশ চোখের পাপড়ি ঘন করার পাশাপাশি
পাপড়ির দৈর্ঘ্যও কিছুটা বাড়িয়ে তোলে।
চোখের নীচে কাজলের ব্যবহার
চোখের উপর তো সবাই কম বেশি আই
লাইনার ব্যবহার করে থাকেন। চোখে কাজল হিসেবে কালো কাজল বেশি জনপ্রিয় হলেও বর্তমানে বিভিন্ন রংয়ের কাজলের জনপ্রিয়তাও কম নয়।
চোখের উপরে ও নীচে ব্যবহারের জন্য
অনেকেই বেছে নিয়ে থাকেন রঙিন কাজল।
চোখের নীচের অংশে ‘ওয়াটার লাইনে’ হালকা রংয়ের কাজল ব্যবহার করলে চোখ দেখতে বড় ও উজ্জ্বল লাগবে।
রঙিন স্মোকি আই
হাল ফ্যাশনে অন্যতম জনপ্রিয় চোখের
মেইকআপ হলো স্মোকি আই। তবে যাদের চোখ ভিতরের দিকে ডেবে গেছে তারা কালো বা অ্যাশ স্মোকি আই একটু এড়িয়ে চলুন। কারণ এতে আরও বেশি ভিতরে মনে হতে পারে চোখ।
স্মোকি আই মেইকআপের জন্য অন্য যে
কোনো উজ্জ্বল রং ব্যবহার করা যেতে
পারে। এক্ষেত্রে চোখের পাপড়ির কাছে একই রংয়ের গাঢ় শেইড এবং এরপর হালকা শেইড লাগিয়ে একটি ব্লেনডিং ব্রাশ দিয়ে ভালো করে শ্যাডোগুলো মিশিয়ে দিতে হবে। চোখের নীচের পাতাতেও চিকন ব্রাশের সাহায্যে ওই শেইডের শ্যাডো লাগিয়ে নেওয়া যেতে পারে। এতে চোখ দেখতে উজ্জ্বল দেখাবে।
Read More

নেক্সাস ৫ ডিভাইসের জন্য সেরা কিছু কাস্টম রম

নেক্সাস ৫ ডিভাইসের জন্য সেরা কিছু কাস্টম রম
1

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের এক্সপেরিয়েন্স সর্বোচ্চ পেতে সম্ভবত কাস্টম রম ব্যবহার করা ছাড়া অন্য কোন উপায় নেই। চমৎকার সব ফিচার সম্বলিত বিভিন্ন কাস্টম রম ব্যবহার করার পরেই যেন অ্যান্ড্রয়েডের প্রকৃত মজা উপলব্ধি করা যায়। যদিও স্টক রমের মত কাস্টম রমগুলো পারফেক্ট হয়না তবে এগুলো ডিভাইসের বিভিন্ন রেস্ট্রিকশন ভেঙ্গে দিয়ে এবং ডিভাইসের নতুন সব ফিচার আনলক করে পুরাতন ডিভাইসকেই যেন করে ফেলে একবারেই নতুন। তাই আজকে আমি গুগলের বহুল জনপ্রিয় একটি ডিভাইস নেক্সাস ৫ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছি নেক্সাস ৫ ডিভাইসের জন্য তৈরি সবচাইতে ভালো কিছু কাস্টম রম। চলুন, জেনে নেয়া যাক সেই রমগুলো সম্পর্কে।

Cataclysm

আপনি যদি স্টক ললিপপের একজন অন্ধ ভক্ত হয়ে থাকেন তবে আপনার অবশ্যই Cataclysm কাস্টম রম ব্যবহার করে দেখা উচিৎ। কেননা, চমৎকার এই কাস্টম রমটি আপনাকে তো স্টক ললিপপের অসাধারণ এক্সপেরিয়েন্স প্রদান করবেই, সেই সাথে বেশ কিছু নতুন সুবিধাও আনলক করে আপনার সুবিধা করে দিবে। এই কাস্টম রমটি ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মত যে কোন ধরণের ছোট খাটও ললিপপের ইন্টারফেসের অ্যাসপেক্টগুলোকে টুইক করতে পারবেন। লকস্ক্রিনের অপাসিটি থেকে শুরু করে নোটিফিকেশন লেড পর্যন্ত – বলতে গেলে এমন কিছুই নেই যা আপনি এই কাস্টম রমটিতে নিজের ইচ্ছামত টুইক করতে পারবেন না। তাই, এই কাস্টম রমটি ব্যবহার করার সময় কখনোই আপনি মূল গুগলের অপারেটিং সিস্টেমটির রেস্ট্রিকশনগুলো ফেস করবেন না।
2
Cataclysm কাস্টম রমটির ডেভেলপাররা অনেক বেশি পরিশ্রমী এবং তারা সবসময় চেষ্টা করে থাকে তাদের গ্রাহকদের লেটেস্ট অপারেটিং সিস্টেমের স্বাদ পাইয়ে দিতে। তাই, এখনও যখন অনেক ডিভাইসেই ললিপপ ৫.১ আপডেটটি পায়নি তখন বেশ কিছু সময় আগেই (প্রায় দেড় মাস) Cataclysm কাস্টম রমের ডেভেলপাররা অ্যান্ড্রয়েড ৫.১ ভার্সনের উপর ভিত্তি করে একটি আপডেট প্রদান করেছিলো।
আপনারা যারা এখনও এই কাস্টম রমটি ব্যবহার করে দেখেননি তারা এক্সডিএ ডেভেলপারসের ফোরাম থেকে সহজেই এই রম সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ফ্ল্যাশ পদ্ধতি জানতে পারবেন।

LiquidSmooth

নেক্সাস ৫ ডিভাইসের জন্য আরও একটি চমৎকার কাস্টম রম হচ্ছে LiquidSmooth, যার মূল বেস ভার্সন বর্তমানে অ্যান্ড্রয়েডের ললিপপ। এই কাস্টম রমটি ব্যবহার করে আপনি সহজেই আপনার ডিভাইসের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো পরিবর্তন (টুইক) করতে পারবেন, যেমন ধরুন – ব্যাটারি ইন্ডিকেটর, সিগনাল বারস সহ আরও অনেক কিছুই, সাথে যুক্ত রয়েছে জনপ্রিয় স্লিম পাই ইউআই অপশনও। এছাড়াও এই কাস্টম রমটি আপনাকে নোটিফিকেশনের জন্য আপনার ইচ্ছামত সাউন্ড ডিজাইন করতে দেয় যার ফলে বিরক্তিকর ডিফল্ট নোটিফিকেশনগুলো থেকে আপনি মুক্তি পাবেন সহজেই।
3
LiquidSmooth কাস্টম রমটি লাইটওয়েট, স্ট্যাবল এবং অবশ্যই বেশ জনপ্রিয় একটি কাস্টম রম। এই কাস্টম রমটির জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে, রমটি চমৎকার ভাবে ডিভাইসের হার্ডওয়্যারগুলোকে ইউটিলাইজ করতে সক্ষম। যেমন ধরুন, আপনি ইচ্ছা করলেই ভলিউম রকারকে ব্যবহার করতে পারবেন মিডিয়া কন্ট্রোলার হিসেবে। চলুন, রমটির কিছু সুবিধা একনজরে দেখে নেয়া যাক
সুবিধা সমূহ:
  • Linaro এবং Code Aurora অপটিমাইজেশন
  • SlimPie
  • সায়ানোজেন মোড ১২ থিম এঞ্জিন
  • কাস্টম ন্যাভিগেশন বার অপশন
  • AOKP সিস্টেম অ্যানিমেশন কনট্রোল
  • লিস্ট অ্যানিমেশন ভিউ এবং ইন্টারপোলেটর
  • দুর্বল ওয়াই ফাই কানেকশনকে অ্যাভোয়েড করার সুবিধা
  • SuperSu ইন্টারগ্রেটেড
  • কুইক সেটিংসের জন্য লং ক্লিক সুবিধা
  • সেটিংস প্যানেলে LockClock অপশন সুবিধা
  • OmniRoms পারফর্মেন্স কনট্রোল
  • অ্যাপ সার্কেল সাইডবার
  • চমৎকার গেসচার সুবিধা
  • গেসচার আনলক সুবিধা
  • ব্যাটারি আইকন অপশন
  • SLimRoms Headsup কাস্টমাইজেশন সুবিধা
  • স্ক্রিনশট নয়েজ ডিজঅ্যাবল সুবিধা
  • কল ব্ল্যাক লিস্ট অপশন
  • এসএমএস রেট লিমিটিং অপশন
  • বিল্ট ইন সুপারইউজার, সাথে রুট এক্সেস সুবিধা
  • স্প্যাম নোটিফিকেশনের ক্ষেত্রে ফিল্টার সুবিধা
  • নিরাপদ হেডসেট ভলিউম অপশন
  • ০, ৯০, ১৮০ এবং ২৭০ ডিগ্রি কাস্টমাইজেবল রোটেশন সুবিধা
  • ভলিউম রকার ওয়েক আপ সুবিধা
  • IME সুইচার নোটিফিকেশন কনট্রোল সুবিধা
  • ফুলস্ক্রিন কীবোর্ড ডিস্যাবল অপশন
  • সায়ানোজেন মোডের প্রাইভেসি গার্ড সুবিধা
  • ডার্ক ইউআই
  • পার্টিশন সাইজ ইনফো
  • লিকুইডস্মুথ স্ট্যাটস এবং আপডেটার
এছাড়াও, LiquidSmooth রমটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্লাশের প্রসিডিউর অনুসরণ করতে আপনারা এক্সডিএ ডেভেলপারসের ফোরাম থেকে ঘুরে আসতে পারেন।

CyanogenMod

শুধুমাত্র নেক্সাস ৫ ডিভাইসই নয়, বরং বলতে গেলে প্রায় সকল স্মার্টফোনের ক্ষেত্রেই বা এক কথায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জগতে থাকা সবগুলো কাস্টম রমের মাঝে যদি যেকোনো একটিকে সেরা উপাধি দেয়া যায় তবে সেটা হচ্ছে ‘সায়ানোজেন মোড’ কাস্টম রম। এর জনপ্রিয়তার পেছনে রয়েছে অনেক কারণও। হাজারো কাস্টমাইজেশন সুবিধা রয়েছে এই কাস্টম রমটিতে, এবং এই কাস্টম রমটি এক্সট্রিমলি স্ট্যাবল। এতটাই স্ট্যাবল যার কারণে কিছু ডিভাইসের নির্মাণকারী প্রতিষ্ঠান সমূহ তাদের ডিভাইসে এই কাস্টম রমটি প্রি-ইন্সটল করে দিয়ে থাকেন, উদাহরণস্বরূপ – Oppo এবং OnePlus। শুধু মাত্র কাস্টম রম ডেভেলপ যে করে সায়ানোজেন মোড টিম তাই নয়, বরং এদের বিশাল কমিউনিটি নতুনদেরও ডেভেলপমেন্ট বিষয়ক নানান রকম সাহায্য করে থাকে।
4
সায়ানোজেন মোড একটি ফাস্ট এবং স্ট্যাবল কাস্টম রম এবং অবশ্যই আপনি যদি কাস্টম রম ব্যবহারের ক্ষেত্রে একেবারেই নতুন হয়ে থাকেন তবে সেক্ষেত্রে এই রমটি দ্বারা যাত্রা শুরু করাই সবচাইতে শ্রেয় হবে। কেননা, অন্যান্য বাগি রম গুলো প্রথমে ব্যবহার করলে কাস্টম রমের উপর থেকে আপনার মন উঠে যেতে পারে! বর্তমানে সায়ানোজেন মোডের সর্বাধুনিক ভার্সন হচ্ছে CyanogenMod 12 এবং এটি মূলত অ্যান্ড্রয়েডের ললিপপের উপর বেস করেই তৈরি করা হয়েছে, তাই বলতে গেলে সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ললিপপের আপডেট সহ অন্যান্য কাস্টমাইজেশন সুবিধা ব্যবহার করতে চাইলে এর মত রম খুব কমই পাবেন।
সায়ানোজেন মোড সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন সায়ানোজেন মোডের ওয়েবসাইট থেকে, এবং ডাউনলোড করতে পারেন এই লিংক থেকে।

Elix-R

Elix-R কাস্টম রমটি একটি সিম্পল এবং বেশ এফিসিয়েন্ট একটি কাস্টম রম যা আমি এমন ব্যবহারকারীদের রেকমেন্ড করতে চাই যারা যথাসম্ভব কম প্রি-ইন্সটল্ড অ্যাপ চায় এবং একই সাথে স্মুথ স্মার্টফোন এক্সপেরিয়েন্স পেতে চায়। এই কাস্টম রমের ডেভেলপারদের মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ স্টক রমের উপর ভিত্তি করে একটি কাস্টম রম নির্মাণ করা যার মধ্যে থেকে স্টক রমের বিরক্তিকর সকল ফিচার সমূহ বাদ দেয়া যায় এবং খুবই সিম্পল একটি কাস্টম রম ব্যবহারকারীদের উপহার দেয়া যায়।
5
শেষ পর্যন্ত, Elix-R রমটিতেও নিচের দিকে অ্যান্ড্রয়েড ললিপপের বাটন যুক্ত করা হয়েছে যা রমটিতে যোগ করেছে চমৎকার একটি ম্যাটেরিয়াল ডিজাইন টাইপ লুক। চলুন, রমটির সুবিধা সমূহ সংক্ষেপে জেনে নেয়া যাক।
সুবিধা সমূহ:
  • বেজড অন ১০০% স্টক
  • ফ্লাট ইউআই
  • মুনশাইন আইকন
  • কিটক্যাট স্টাইল থিমড
  • আপ-টু-ডেট
  • ছোট আকারের ন্যাভিগেশন বার
  • কাস্টম সফট কী সমূহ
  • নতুন ইউআই সাউন্ড
  • স্মুথ স্ক্রিলিং হ্যাক
  • Roboto Condensed ফন্ট
  • চমৎকার সব ওয়ালপেপার
  • লেটেস্ট মটোরোলা গ্যালারী
  • এলিমেন্টাল এক্স কার্নেল
  • পারফর্মেন্স এবং ব্যাটারি লাইফের মধ্যে চমৎকার ব্যালেন্স
  • S2S এবং S2W এনাবল্ড
  • ভাইপার ফর অ্যান্ড্রয়েড
  • আপডেটেড অ্যাড্রেনো ড্রাইভার
  • অল রোটেশন
  • ডেলবিক অপটিমাইজেশন
  • বায়োনিক অপটিমাইজেশন
  • এআরটি
রমটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন এক্সডিএ ডেভেলপারদের ফোরাম থেকে। বিস্তারিত তথ্য এবং ফ্লাশিং গাইড সবই পাবেন ফোরামে।

Paranoid Android

অনেক ডেভেলপারদের জন্যেই এই কাস্টম রমটি একটি আদর্শ, এবং এটি একটি ওপেন সোর্স রম। আর ওপেন সোর্স হবার কারণেই মূলত এটি প্রায় সবসময়ই আপডেট হচ্ছে এবং আপডেট মানেই এখানে ইমপ্রুভমেন্ট। প্যারানয়েড অ্যান্ড্রয়েডই প্রথম কাস্টম রম যেখানে সর্বপ্রথম পাই মেন্যু ব্যবহার করা হয়। এই কাস্টম রমটি বেশ স্ট্যাবল এবং এটি সর্বশেষ আমার জানামতে অ্যান্ড্রয়েড কিটক্যাট (৪.৪.৪) এর উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।
6
প্যারানয়েড অ্যান্ড্রয়েড কাস্টম রমটিতে আপনি ইচ্ছা করলেই কিটক্যাটের হলো ডিজাইনের মূল কালার পরিবর্তন করতে পারবেন এবং অন্যান্য যে কোন কাস্টম রমের প্রায় যেকোনো ফিচারও যুক্ত করতে পারবেন। এই কাস্টম রমটি ওটিএ সুবিধা সাপোর্ট করে এবং এর ডেভেলপাররা প্রায় রেগুলারই আপডেট প্রদান করে থাকেন। এই কাস্টম রমটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

SimKat Stable 6.0

SlimKat কাস্টম রমটি স্লিমের কিটক্যাটের একটি ভার্সন। এই রমটি মূলত এর চমৎকার কার্নেল এবং সিস্টেমের জন্য বিখ্যাত। এছাড়াও এই কাস্টম রমটি চমৎকার স্ট্যাবল এবং এনার্জি ফ্রেন্ডলি। আপনারা যারা ব্যাটারি লাইফ নিয়ে চিন্তিত থাকেন এবং ব্যাটারি লাইফ বৃদ্ধি করতে বিভিন্ন রকম টুল ব্যবহার করেন তারা এত ঝামেলা না করে এই কাস্টম রমটি ব্যবহার করে দেখুন, ভালো ফল পাবেন।
7
SlimKat কাস্টম রমটিও চমৎকার পার্সোনালাইজেশনের সুবিধা প্রদান করে থাকে। আপনি এই রমটিতে যেকোনো কিছুর শর্টকাট বলতে গেলে যেকোনো স্থানে খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন, যেমন ধরুন, পাই মেন্যুতে, হার্ডওয়্যার বাটনে, ন্যাভিগেশন মেন্যুতে, লকস্ক্রিনে এবং এমনকি নোটিফিকেশন প্যানেলেও! আর যেকোনো ভাবে টুইক করতে পারাটাই এর সবচাইতে চমৎকার দিক।
এই রমটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ইন্সটল করতে ঘুরে আসুন এই লিংকটি থেকে।

স্টক অ্যান্ড্রয়েড এবং Franco Kernel

আপনারা যারা সবকিছুই নিখুঁত চান তাদের জন্য মূলত স্টক অ্যান্ড্রয়েড ছাড়া গতি নেই। তাই আপনারা যদি স্টক রমই ব্যবহার করতে চান এবং সাথে কাস্টম রমের বাড়তি সুবিধাগুলোও ব্যবহার করতে চান তবে একটি ভালো কার্নেল ইন্সটল করা ছাড়া আপনার গতি নেই। আর, নেক্সাস ৫ ডিভাইসের জন্য ফ্র্যাঙ্কো কার্নেলটি হাইলি রেকমেন্ডেড একটি কার্নেল। চমৎকার এই কার্নেলটির জনপ্রিয়তার পেছনে মূলত কাজ করে থাকে এর এনার্জি এফিসিয়েন্সি, আর এছাড়া অন্যান্য সুবিধা তো রয়েছেই। তাই, স্টক অ্যান্ড্রয়েডের সর্বোচ্চ মজা নিতে আজই ইন্সটল করে নিতে পারেন এই কার্নেলটি।
androidpit-franco-kernel-w628
ফ্র্যাঙ্কো কার্নেলের একটি ডেডিকেটেড অ্যাপলিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে যা আপনাকে এর আপডেটগুলো খুব সহজ এবং নিরাপদ ভাবে প্রদান করবে, এমনকি এর ফলে আপনাকে ম্যানুয়ালি ফার্মওয়্যার ফ্লাশও করতে হবেনা। বিস্তারিত জানতে এক্সডিএর এই ফোরামটি ফলো করুন।

শেষ কথা:

আগেও বলেছি, আবারও বলছি। কাস্টম রম যতই শক্তিশালী এবং চমৎকার হোক তা কখনই স্টক রমের মত পারফেক্ট হয়না। সামান্য হলেও বাগ থেকে যায়। এবং কাস্টম রম বা কার্নেল ফ্ল্যাশ করার সময় অনেকে তাদের ডিভাইসগুলো সাময়িক বা পার্মানেন্টভাবে ব্রিক করে ফেলেন। তাই এই পোস্টটি পড়ার পর যদি কেউ কাস্টম রম ব্যবহারের কথা চিন্তা করে থাকেন তবে বলবো, ‘ভাই, একটু সাবধানে কাজটা করবেন। ক্ষতি হলে তা এক্সডিএ বা আমার পক্ষে ঠিক করা সম্ভব নয়!’ অবশ্য, মন দিয়ে কোন রকম স্টেপ মিস না করলে কোন রকম সমস্যা আপনাকে ফেস করতে হবেনা। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন সবাই
Read More

[Important Android app Review ] একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করেনিজেই হন নিজের সিমের কাস্টমার কেয়ারম্যানেজার…

[Important Android app Review ] একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করেনিজেই হন নিজের সিমের কাস্টমার কেয়ারম্যানেজার…
আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই
কেমন আছেন, আশা করি খুব
ভাল আছেন এবং আগামি তে যেন সব সময়
ভালো থাকেন এই কামনা রইলো।
আজকে আপনাদের জন্য নিয়ে এলাম
এন্ড্রয়েড ইউজারদের জন্য দারুন এক
মোবাইল অ্যাপ্লিকেশন। এপ্লিকেশনটির
নাম e-Care BD।
এপ্লিকেশনটি পাওয়া যাচ্ছে এখন গুগল প্লে
স্টোরে । যদি কেউ প্লে স্টোর থেকে
ডাউনলোড করতে না পারেন তাহলে এখান
থেকে ডাউনলোড করে নিতে পারেন. ….
ডাউনলোড (1.5 MB)
এপ্লিকেশনটিতে যা যা থাকছেঃ-
আপনার মোবাইলের গ্রমিন, রবি, এয়ারটেল এবং বালালিংক সিম এর বর্তমান সকল অফার। যেমন, বন্ধ সিমের অফার, নতুন সিমের অফার, রিচার্জ অফার, ব্যবহারের উপর অফার সব কিছুই জানতে পারবেন।
image
আপনার সিমের সকল তথ্য– যেমনঃ
১। লাস্ট ১ মাসের রিচার্জ দেখতে পারবেন।
২। আপনার সিমের FnF ফ্রিতে চেইঞ্জ,
ডিলিট এবং অ্যাড করতে পারবেন।
৩। আপনার সিমের ১ মাসের সকল
Incoming এবং Outgoing কল দেখতে
পারবেন।
৪। আপনি যদি e-Care সার্ভিসটি ব্যবহার করেন, তাহলে আপনার সিম চুরি হয়ে গেলেও যে কোন সময় আপনি সিমটি তুলতে পারবেন। কারণ সিমের সকল তথ্যই আপনি এই এপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন।
৫। আপনার সিম এখন বর্তমানে কোন
প্যাকেজে আছে সেটা জানতে পারবেন।
৬। কোন প্যাকেজে কি রকম কল রেট সুবিধা জানতে পারবেন। এক কথায় আপনার সিমের কাস্টমার ম্যানেজার আপনি ই হয়ে যাবেন।
আশা করি আপনাদের ভালো লাগবে এবং
এপ্লিকেশনটি প্রত্যেক এন্ড্রয়েড ইউজার
এর ই কাজে লাগবে।
আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন…
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো
থাকুন এবং সব সময় আইটি প্রযুক্তির এর সাথেই থাকুন।
Read More

আনইনষ্টল করে ফেলুনআপনার এন্ড্রয়েডডিভাইসের SystemApps সমূহ

আনইনষ্টল করে ফেলুনআপনার এন্ড্রয়েডডিভাইসের SystemApps সমূহ
স্যামসাং, আসুস এই সব ফোনে হাজার
হাজার এ্যপ বিল্ট ইন থাকে। এগুলো
মূলত System Apps. আবার বিভিন্ন
রমে অনেক অপ্রয়োজনীয় এ্যপস থাকে
যার কোনো দরকার হয় না। শুধু শুধু
জায়গা দখল করে এবং ডিভাইস টি স্লো
করে দেয়।
এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে
আপনাকে প্রথমেই রুট ইউজার হতে হবে।
তারপর Link 2SD নামক একটি এপিকে
নামাতে হবে।
Link 2SD ডাউনলোড করতে এখানে
ক্লিক করুন।
যেভাবে সিস্টেম এ্যপস সমূহ আনইনষ্টল করবেন-
# Link 2SD এ্যপটি ওপেন করুন।
image
# রুট পারমিশন চাইবে, গ্রান্ট করুন।
# তারপর যে সিস্টেম এ্যপ টি আনইনষ্টল করতে চান সেটির উপর কিছু ক্ষন ট্যাপ করে রাখুন।
# তারপর নিচের স্কিনশর্টের মত অনেক গুলো অপশন পাবেন।
image
# তারপর আনইনষ্টল এ ক্লিক করুন।
# তারপর আপনাকে ওয়ানিং দিবে, আপনি ওকে দিন।
image
# আনইনষ্টল হয়ে গেলে ফোনটি রিস্টার্ট দিন।
# তারপর ফোনটি অন হলে ওই
সিস্টেম এ্যপ টি আনইনষ্টল হয়ে যাবে।
বিদ্র: কিছু কিছু সিস্টেম এ্যপস আছে যেগুলো আনইনষ্টল করলে, হয়
আপনার ডিভাইস ব্রিক করবে বা বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে পারে। তাই সিস্টেম এ্যপস আনইনষ্টল করার পূর্বে বুঝে শুনে আনইনষ্টল করুন।
Read More

অনলাইনে পিএইচপি (PHP) শেখার ১২ টিওয়েব সাইট –

অনলাইনে পিএইচপি (PHP) শেখার ১২ টিওয়েব সাইট –
image
অনলাইনে পিএইচপি (PHP) শেখার ১২ টি
ওয়েব সাইট সম্পর্কেওয়েব ডিজাইনিং এন্ড
ডেভেলপমেন্টের জগত অনেক বিশাল ও
ব্যাপক। এইচ টি এম এল (HTML) এবং সি
এস এস (CSS) ব্যবহার করে সহজেই একটি
সাইটের স্ট্যাটিক ডিজাইন তৈরি করা সম্ভব, কিন্তু এ ধরণের পেজে প্রোগ্রামিং বা লজিক
ব্যবহারের সুবিধা পাওয়া যায় না। এই
জগতেরই অবিচ্ছেদ একটি অংশ হচ্ছে ওয়েব
প্রোগ্রামিং। প্রোগ্রামিং সুবিধা যুক্ত
ডাটাবেস নির্ভর ডাইনামিক ওয়েব সাইট
তৈরির জন্য পি এইচ পি (PHP)
হাইপারটেক্সট প্রিপ্রসেসর (Hypertext
Preprocessor) ব্যবহার করা হয়। সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবেও অধিক পরিচিত এটি। ডাইনামিক এবং ইন্ট্রাকটিভ ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে পি এইচ পি একটা
শক্তিশালি ল্যাঙ্গুয়েজ। ওপেন সোর্স
জেনারেল পারপোজ স্ক্রিপ্টিং ল্যঙ্গুয়েজ
হওয়ায় ওয়েব প্রোগ্রামারদের কাছে বেশ
জনপ্রিয় পি এইচ পি । এছাড়া পি এইচপি
ওয়েবে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ
নিরাপত্তা প্রদান করে। তাই একজন ভাল
মানের ওয়েব ডেভলপার হিসেবে নিজেকে তৈরি করার জন্য PHP শেখার কোন বিকল্প নেই।
যারা এইচ টি এম এল (HTML) এবং সি এস
এস (CSS) জানেন, অনলাইনে PHP শেখার প্রস্তুতি নিচ্ছেন এবং যারা ওয়েব
প্রোগ্রামিং শেখার খুব আগ্রহ আছে কিন্তু শুরু করতে চাইছেন তাঁরা সংগ্রহে রাখতে পারেন নিচের ১২ টি ওয়েব সাইট।
১। http://www.w3schools.com/PHP/DEfaULT.asP
২। http://php.net/manual/en/index.php
৩। http://stackoverflow.com/
৪। http://www.learnphponline.com/
৫। http://www.phpbuddy.com/
৬। http://www.tizag.com/phpT/
৭। http://php.about.com/
৮। http://devzone.zend.com/
৯। http://www.tutorialized.com/
tutorials/PHP/1
১০। http://www.phpbuilder.com/
১১। http://www.phpedit.com/en
১২। http://www.developertut
orials.com/category/tutorialsphp/
Read More

সবচেয়ে সহজ উপায়ে আয় করুন microworkers থেকে।কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই।

সবচেয়ে সহজ উপায়ে আয় করুন microworkers থেকে।কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই।
পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পরুন।। আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব তাতে কাজ করার জন্য কোন
বিড বা আবেদন করতে হয় না। অর্থাৎ ইচ্ছে করলে এই মূহুর্ত থেকে কাজ শুরু করে দেয়া যায়। আর কাজগুলোও অত্যন্ত সহজ। সাইটটি হচ্ছে মাইক্রোওয়ার্কারস http://www.microworkers.com .
image
microworkers কি ?
microworkersপ্রথম দর্শনেই সাইটটিকে
সহজবোধ্য মনে হবে। মাইক্রোওয়ার্কারস সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের
কাজগুলো অত্যন্ত ছোট ছোট। এক একটি কাজ করতে ৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। প্রতিটি কাজের মূল্য ০.১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৯.৭৫ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবলমাত্র একবারই করা
যায়। আরো জানতে দেখুন
এই ইউটিউব ভিডিওটি
মোট আয় ৯ ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায়।
মাইক্রোওয়ার্কারস সাইটে একজন
ফ্রিল্যান্সারকে Worker এবং এবং একজন
ক্লায়েন্টকে Employer হিসেবে উল্লেখ করা হয়। Worker হিসেবে কাজ শুরু করার পূর্বে প্রথমে সাইটে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।
কিভাবে একাউন্ট তৈরি করতে হবে জানতে
দেখুন
Youtube Video টি
এরপর মেনু থেকে Available Jobs লিংকে
ক্লিক করে সকল কাজগুলো দেখা যাবে। প্রতিটি কাজের শিরোনামের সাথে কয়েকটি তথ্য পাওয়া যায় – কাজের মূল্য (Payment), শতকরা
কতজনের কাজ ক্লায়েন্ট গ্রহণ করেছে
(Success Rate), কাজটি করতে আনুমানিক কত মিনিট লাগতে পারে (Time), কতজন এ পর্যন্ত কাজটি করছে (Done) ইত্যাদি। কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করে
সেই কাজের বিস্তারিত আরো তথ্য জানা যাবে। এর মধ্যে “What is expected from workers?” অংশ থেকে কাজের বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে। কাজটি যে আপনি যথাযথভাবে শেষ করেছেন তা প্রমাণ দিতে কি কি তথ্য প্রদান করতে হবে তা “Required proof that task was finished?” অংশের
মাধ্যমে জানা যাবে। সবশেষে “I accept this job ” লিংকে ক্লিক করে একটি টেক্সটবক্সে আপনার কাজের প্রমাণগুলো দিতে হবে। কোন কাজ করতে না পারলে “Not interested in this job” লিংকে ক্লিক করে বের হয়ে যাওয়াই
ভাল, সেক্ষেত্রে এই কাজটি আপনার
“Available Jobs” পাতায় আর কখনও দেখাবে না।
কাজের প্রকারভেদ: এবার দেখা যাক সাইটে কি কি ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর মূল্য সাধারণত কত হয় –
Forums posting ($0.10 – $0.15): এ ধরনের কাজের জন্য কোন একটি ফোরামে রেজিষ্ট্রেশন করতে হবে এবং Signature হিসেবে ক্লায়েন্টের কোন ওয়েবসাইটের লিংক দিতে হবে। এরপর ওই ফোরামের এক বা একাধিক
পাতায় স্বামঞ্জস্যপূর্ণ মন্তব্য পোস্ট করতে হবে।হাতে কলমে কাজ দেখতে পারেন এখান থেকে
Bookmark a page ($0.10 – $0.20)
: ক্লায়েন্টের কোন একটি সাইটকে অন্য একটি সাইটে বুকমার্ক করতে হবে। এ ধরনের বুকমার্ক সাইটের মধ্যে রয়েছে digg.com , delicious.com বা mixx.com , যা ক্লায়েন্ট কাজের বিবরণীতে উল্লেখ করে দিবে। বুকমার্ক
করার পূর্বে ওই সাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে।হাতে কলমে কাজ দেখতে পারেন  এখান থেকে
Signup ($0.10 – $0.20): এক্ষেত্রে
নির্দিষ্ট কোন সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় আপনার ইমেইল ঠিকানা দিতে হবে। এ ধরনের কাজ করার জন্য
নিজের ব্যক্তিগত ইমেইল ঠিকানা দেয়া ঠিক হবে না। এজন্য পৃথক একটি ইমেইল একাউন্ট খুলে সেটি দিয়ে রেজিষ্ট্রেশন করা উচিৎ। অন্যথায় স্পাম ইমেইলের কারণে আপনার দরকারী ইমেইল
খোঁজে পাবেন না।হাতে কলমে কাজ দেখতে
পারেন  এখান থেকে
YAHOO ANSWER: এগুলো একটু উচুমানের। হাতে কলমে কাজ দেখতে পারেন এখান থেকে
Comment on other blog ($0.10 – $ 0.15): এই কাজে ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে এক বা একাধিক মন্তব্য দিতে হবে। মন্তব্যগুলো সাধারণত দুই-এক লাইনের হবে এবং ওই
ওযেবসাইটের বিষয়বস্তুর সাথে স্বামঞ্জস্যপূর্ণ হতে হবে।হাতে কলমে কাজ দেখতে পারেন এখান থেকে
Download and/or Install ($0.25 – 0.35): এই কাজে কোন সফটওয়্যার শুধুমাত্র ডাউনলোড এবং কোন কোন সময় ইন্সটলও করতে হয়।হাতে কলমে কাজ দেখতে পারেন এখান থেকে
Click and Search ($0.10 – $0.15) : এ ক্ষেত্রে ক্লায়েন্ট একটি সাইটের লিংক দিবে, যাতে ভিজিট করে নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে। সব শেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধিক বিজ্ঞাপনে ক্লিক
করতে হবে।এটা নিজেই বুঝতে পারবেন।
book ($0.15 – $0.20): এ ধরনের
কাজের মধ্যে রয়েছে ক্লায়েন্টকে ফেসবুকে বন্ধু হিসেবে গ্রহণ করা বা ক্লায়েন্টের Fan হওয়া অথবা কোন নির্দিষ্ট বিষয়ে আপনার Wall এ পোস্ট করা।
Twitter ($0.15 – $0.20): এক্ষেত্রে
twitter.com এ একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের একাউন্টকে Follow করতে হবে অথবা নিদিষ্ট কোন বিষয়ে পোস্ট করতে হবে।
Write an article ($0.50 – $1.75)
: মাইক্রোওয়ার্কারসে প্রাপ্ত কাজগুলোর মধ্যে এই ধরনের কাজ অর্থাৎ কোন বিষয়ে ইংরেজীতে আর্টিকেল লিখে সবচেয়ে বেশি আয় করা যায়। লেখাগুলো ৫০ শব্দ থেকে শুরু করে ৫০০ শব্দের মধ্যে হয়ে থাকে। এ ধরনের কাজে
এক দিকে যেমন ভাষাগত জ্ঞান বৃদ্ধি পায় তেমনি নতুন নতুন বিষয় সম্পর্কে জানা যায়। তবে যাদের ইংরেজীতে লেখায় দক্ষতা আছে তারাই কেবল এ ধরনের কাজ করতে পারে। লেখায় তথ্য সংযোগের জন্য ইন্টারনেটে সার্চ দিয়ে অন্যান্য
ওয়েবসাইটের সহায়তা নেয়া যাবে, তবে আপনার লেখাটা অবশ্যই মৌলিক হতে হবে। লেখা মৌলিক হল কিনা তা
www.copyscape.com
ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করা যাবে।
Blog/site Owners ($0.25 – $0.80) : অনেক সময় শুধু লিখলেই হবে না, লেখাটা আপনার জনপ্রিয় কোন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এজন্য এধরনের কাজের নামের সাথে
PR2+ PR3+, PR4+ ইত্যাদি লেখা দেখতে পাবেন। PR শব্দের মানে হচ্ছে Page Rank, আর PR2+ শব্দের মানে হচ্ছে যেসকল ওয়েবসাইটের পেইজ রেংক ২ বা তার অধিক। এটি গুগলের একটি মানদন্ড যা কোন ওয়েবসাইট কতটুকু জনপ্রিয় তা নির্ধারণ করতে ব্যবহার
করা হয়। একটি ওয়েবসাইটের পেইজ রেংক কত তা
www.prchecker.info
ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়। এ ধরনের কাজ শুরু করার
পূর্বে www.blogger.com ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। প্রথম অবস্থায় স্বাভাবিকভাবেই পেইজ রেংক শুণ্য থাকবে। কিন্তু আপনি যদি নিয়মিতভাবে ওয়েবসাইটটিতে
বিভিন্ন বিষয়ে ইংরেজিতে আর্টিকেল লিখেন তাহলে কয়েক মাস পর পেইজ রেংক বাড়তে থাকবে। লেখার পাশাপাশি ভাল রেংকের কয়েকটি ওয়েবসাইটের সাথে লিংক বিনিময় করতে পারলে পেইজ রেংক আরো তাড়াতাড়ি বাড়তে থাকবে।
Post an Ad on Craigslist ($0.25 – $ 0.75): www.craigslist.org হচ্ছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট। এই ধরনের কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের প্রদত্ত কোন পণ্যের বিজ্ঞাপণ craigslist.org সাইটে প্রকাশ করতে হয়।
এজন্য পূর্বেই সাইটটিতে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:এই সাইটে কাজ করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে
ঝামেলাপূর্ণভাবে কাজ করতে পারবেন  কোন অবস্থাতেই একাধিক একাউন্ট তৈরি করার উচিৎ নয়। একজন ব্যবহারকারী একাধিক একাউন্ট তৈরি করলে তার সবগুলো একাউন্ট বন্ধ করে
দেয়া হয়।একটি নির্দিষ্ট কাজ একবারের বেশি কখনও করতে পারবেন না। তবে একই ধরনের অন্য কাজ করতে কোন বাধা নেই।কাজ না বুঝে কখনও কাজ জমা দিবেন না। প্রতিটি কাজের শেষে ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ হলে “Satisfied” দিবে, অথবা অপছন্দ হলে “Not
Satisfied” রেটিং দিবে। এই দুই ধরনের রেটিং এর তুলনাকে “Success Rate” বলা হয়। গত ৩০ দিনে আপনি যদি ৫ টি কাজ সম্পন্ন করেন এবং সেক্ষেত্রে আপনার “Success Rate” যদি
৭৫% এর নিচে হয়, তাহলে পরবর্তী ১ থেকে ৩০ দিন আপনি আর কোন কাজ করতে পারবেন না।
তাই শতভাগ নিশ্চিত হয়ে কোন কাজ করা
উচিৎ এবং কাজ শেষে ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী প্রমাণ উপস্থাপন করা আবশ্যক।কখনও যদি “Success Rate” ৭৫% এর কম হয়ে যায়,
তাহলে হতাশ না হয়ে দুই-একদিন অপেক্ষা করে আবার কাজ করা যায় কিনা চেষ্টা করে দেখুন।
নতুন ব্যবহারকারীরা প্রথম প্রথম একদিনে সর্বোচ্চ ৫ টি কাজ করতে পারবেন। এরপর ক্লায়েন্টের রেটিং এর জন্য অপেক্ষা করতে হবে।
১০ টি কাজ করার পর এই সীমাটি আস্তে
আস্তে বৃদ্ধি পাবে।কখনও যদি মনে করেন আপনি যথাযথভাবে কাজ করেছেন কিন্তু ক্লায়েন্ট আপনাকে “Not Satisfied” রেটিং দিয়েছে তাহলে “Submit a Complain” লিংকের মাধ্যমে আপনার অভিযোগ সাইটের কর্তৃপক্ষকে
জানাতে পারবেন।কাজের প্রমাণ হিসেবে কখনও ভূয়া তথ্য প্রদান করবেন না, এ ধরনের কাজ তিনবার করলে একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।যে সকল কাজে IP এড্রেস দিতে হয় সেসব কাজ না করাই ভাল। কারণ আমাদের দেশের ইন্টারনেট
প্রোভাইডাররা গ্রাহকদেরকে শেয়ারকৃত IP এড্রেস দিয়ে থাকে। ফলে আপনার মত একই ধরনের ইন্টারনেট সংযোগ আছে এরকম কেউ সেই কাজটি পূর্বে করে থাকলে ক্লায়েন্ট আপনার কাজ গ্রহণ করবে না। আমাদের দেশে বিশষত গ্রামীণফোন বা সিটিসেলের ইন্টারনেট ব্যবহাকারী বেশি হওয়ায় এই সমস্যাটা তাদের
ক্ষেত্রে বেশি হবে।অর্থ উত্তোলন:
শুধুমাত্র “Satisfied” রেটিং পেলেই সেই কাজের টাকা আপনার একাউন্টের ব্যালেন্সের সাথে যুক্ত হবে।তিনটি পেমেন্ট পদ্ধতির যে কোনটিতে টাকা
তুলতে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। মানিবুকার্স এবং পেপাল পদ্ধতিতে ৬.৫% ফি দিতে হয়।একাউন্টের ব্যালেন্স ৯ ডলারের উপর হলেই কেবলমাত্র টাকা তুলতে পারবেন। সাথে ফি দেবার জন্য পর্যাপ্ত অর্থ একাউন্টে থাকতে
হবে।প্রথম Withdraw করার আবেদনের সময় আপনার বাসার ঠিকানায় চিঠির মাধ্যমে একটি PIN নাম্বার পাঠানো হবে। এই নাম্বারটি পরবর্তীতে সাইটে প্রবেশ করাতে হবে। কেউ একাধিক একাউন্ট তৈরি করেছে কিনা তা যাচাই করতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। PIN
নাম্বারের চিঠিটি আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে। সর্বোচ্চ ৫০দিন।একবার ঠিকানা যাচাই করার পর পরবর্তী Withdraw আবেদনের
০ দিন থেকে ৭ দিনের মধ্যে আপনাকে মূল্য
পরিশোধ করা হবে।আমাদের দেশের অনেক ফ্রিল্যান্সাররা ইতিমধ্যে এই সাইটে কাজ করছেন এবং তারা সাইট থেকে নিয়মিত টাকা পাচ্ছেন।তবে একটা বাস্তব সত্য হচ্ছে এই সাইট থেকে খুব বেশি পরিমাণে আয় করা যায় না।
যারা পড়ালেখা বা অন্য কাজের পাশাপাশি
ইন্টারনেট থেকে বাড়তি আয় করতে চান তাদের জন্য এই সাইট অবশ্যই আয়ের একটি ভাল উপায় হতে পারে।
লেখা পড়ে বুঝতে সমস্যা হতেই পারে।চিন্তার কোন কারন নেই।ভিডিও দেখুন। ইনশাল্লাহ সব পরিষ্কার বুঝতে পারবেন.
এমন আরো অনলাইনের আয়ের ব্যাপারে
বিস্তারিত জানতে জয়েন করতে পারেন এখানে
Read More

অনলাইনে যারা নতুন কাজ শিখবেন/কাজ করবেন তাদের জন্ন্য প্রয়োজনীয় কিছুPDF

অনলাইনে যারা নতুন কাজ শিখবেন/কাজ করবেন তাদের জন্ন্য প্রয়োজনীয় কিছুPDF
image
অনলাইনে কাজ করা যতটা আমরা নতুনরা সহজ মনে করি ততটা সহজ নয়।এখানে অনেক কষ্ট করতে হয়।কাজ শিখতে।
আমি আজ আপনাদের সাথে কিছু PDF শেয়ার করব । আমার জীবনে অনেক কাজে এসেছে আপনাদের ও কাজে আসবে ।কাজ শিখতে গেলে বা কাজ করতে গেলে এইসব বইগুলো আপনাকে অনেক সহায়তা করবে।
তো দেরি না করে নিচে থেকে বইগুলো ডাউনলোড করে ফেলুন।
image
১। প্রায় প্রতিদিনই নতুনদের মনে প্রস্ন জাগে  কি কাজ শিখলে ভাল হবে , কেমন করে শিখবেন, কতদিন সময় লাগবে ইত্যদি । আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তারা এইখান থেকে বইগুলো ডাউনলোড করে দেখতে পারেন।
২। যারা ওয়েব ডিজাইন শিখতে চান তারা এই বইটি দেখুন
৩। যারা Joomla নিয়ে কাজ করতে চান তারা এই বইটি দেখুন।
৪। যারা Search Engine Optimization (SEO) নিয়ে কাজ করতে চান  তারা এই বইটি ডাউনলোড করুন
৫। যারা ইংরেজিতে আরো ভাল করতে চান
তাদের জন্ন্য এই বইটি
৬। যারা WordPress নিয়ে কাজ করতে চান তাদের জন্ন্য এই বইটি
৭। যারা কম্পিউটার প্রোগ্রামিং শিখতে চান তাদের জন্য এই টিটরিয়াল
৮। যারা Powerpoint, Microsoft Word এর কাজ শিখতে চান তারা এটি দেখতে পারেন
যারা নতুন তারা অবশ্যই বইগুলো ডাউনলোড করে পড়বেন।আশা করি কাজে আসবে।যেকোন সমস্যা হলে কমেন্ট করবেন।অথবা আমাদের ফেইসবুক পেইজগ্রুপে জানা।
Read More

ইন্সটল করুন কালি লিনাক্স আপনার এন্ড্রয়েড মোবাইলে

ইন্সটল করুন কালি লিনাক্স আপনার এন্ড্রয়েড মোবাইলে
আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভালোই আছেন।আমি আল্লাহর রহমতে মুটামুটি আছি।একটু সমস্যার মধ্যে আছি।সবাই দোয়া করবেন।
যাই হোক কয়েকদিন আগে ব্যাকট্রাক ৫ কিভাবে এন্ড্রয়েডে ইন্সটল করতে হয় সেই প্রসেসটা দিয়েছিলাম।সেখানে অনেকে কালি লিনাক্স ইন্সটলেশন চেয়েছেন।
Now it’s in font of on your eyes.
আগেই বলে নেই এই পোস্টা শুধু তাদের জন্য যারা লিনাক্স সম্পর্কে জানেন।না জেনে খামাকা কমেন্ট করবেন না।
তাহলে শুরু করি।
♦ Necessary Arrengment:
1. কালি লিনাক্স install দেওয়ার জন্য আপনার মোবাইলের Android Version 2.2 হতে হবে।তবে ৪.০ এর বেশি হলে ভালো হয়।
2.মোবাইলের মেমুরি ৪/৫ জিবি ফোন মেমুরি/ মেমুরি কার্ড খালি রাখুন।
3. মোবাইলকে wifi এর সাথে কানেক্ট করুন।একটা ফাইল ডাউনলোড করতে হবে।
আর 2/3 জিবি নেট রাখুন।যারা ব্রডব্রেন্ড চালান।তাদের কোন সমস্যা হবে না আশা করি।
৪. মোবাইল রুট করা থাকতে হবে।
image
প্রথমে নিচের software গুলা ডাউনলোড কেরুন।
১.  BusyBox
২. Android VNC
৩. Android Deploy
তিনটা software ডাউনলোড করে আপনার মোবাইলে install করুন।
এবার আসল কাজে নেমে পরি
Android Deploy software টি চালু করুন।এবার নিচের ছবির মত কর্ণারের Arrow  চিহ্নতে ক্লিক করুন
image
এবার পরের পেইজ দেখবেন অনেকগুলো os এর নাম লিষ্ট দেওয়া আছে। নিচের দিকে scrool করুন এবং লিষ্ট থেকে distribution কালি লিনাক্স খুজে বের করুন।
image
ক্লিক করুন।এবার কালি লিনাক্স install হওয়ার জন্য আপনি আপনার মোবাইলের ফোন মেমুরি / মেমুরি কার্ড দেখিয়ে দিন।
যদি আপনার কাছে কাস্টম রোম থাকে এবং ফোন মেমুরিতে Install করতে চান তাহলে যেভাবে আছে সেইভাবে রেখে দিন।
আমি suggest করব মেমুরি কার্ডে install করার জন্য।
image
এবার GUI preferences এর জন্য screen height and width change করতে হবে।
নিচের ছবি দুইটির মত করে  কাজ করুন।
image
image
এবার সব settings সেট করার পর  install and start installing Linux to your device এ ক্লিক করুন।
এবার আপনাকে অনেক্ষন অপেক্ষা করতে হবে।কারণ Android Deploy software টা কালি লিনাক্সের iso ফাইলটা ডাউনলোড করে decompress করবে।এরপর Install হবে।
একটু ধর্য্য ধরতে হবে। আপনার নেট কানেশন যদি ভালো থাকে তবে ১০/১২ মিনিটের মধ্যে হয়ে যাবে।
image
এই প্রোসেসটা শেষ হলে কালি লিনাক্স install হবে।
After installed go back to preferences and select reconfigure. This will take a couple minutes but will configure kali with your device.
image
এটা শেষ হলে Start এ ক্লিক করুন।এখন কালি লিনাক্স চলা শুরু করছে।
image
image
কালি লিনাক্স চলা শুরু করলে আপনাকে graphical interface  সেট করার জন্য বলবে।তখন আপনি Android VNC দেখিয়ে দিবেন।এবং নিচের settings. টা করে নিবেন।

new connection সিলেক্ট করুন।
তারপর Nick name এ আপনার নাম দিন
Password এর ঘরে দিন  changeme
port দিন 5900
যেকোন colour Setting Use করতে পারেন।তবে 24 bit এর।মনে থাকে যেন।
সবকিছু করার পর Connect এ ক্লিক করুন
image
image
image
ব্যাস।হয়ে গেছে কালি লিনাক্ম এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল। চালান, মজা করেন।
বন্ধ করার জন্য Just Go Back and open Linux deploy app and select stop.
image
image
প্রোসেসটা একটু বড়।আশা করি সবাইকে বুঝাতে পেরেছি কিভাবে কাজ করতে হবে।ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।তারপরও সমস্যা হলে comment করবেন।ধন্যবাদ সবাইকে।
বি:দ্র: উল্টাপাল্টা কমান্ড করে আপনার মোবাইল ব্রিক হলে আমি বা আইটিপ্রযুক্তি  কেওই দায়ী থাকবে না।সম্পূর্ণ নিজ দায়িত্বে করুন।
Read More

আপনার ফেসবুক একাউন্ট কে ফেইসবুক পেজে ভেরিফাই করুম মাত্র ১০ মিনিটে।

আপনার ফেসবুক একাউন্ট কে ফেইসবুক পেজে ভেরিফাই করুম মাত্র ১০ মিনিটে।
কিরে ভাই পোস্টের টাইটেল দেখে অবাক
হচ্ছেন। অবাক হবারই কথা কারণ এতদিন
এই বিষয়ে যারা পোস্ট করেছে তারা
নিজেরাই কোন দিন ট্রাই করে নি, আবার
আপনাদের কি শিখাবে।
আমরা তো সবাই জানি, একটা ফেসবুক
আইডিতে সর্বোচ্চ ৫,০০০ ফ্রেন্ড নেয়া
যায়। কিন্তুু একটা পেজে লক্ষ লক্ষ ফ্যান
করা যায়।
এই ধরনের পেজ মূলত ব্যবসায়িক,
অভিনেতা, সেলিব্রেটিরাই বানায়। এরা
বানাতে পারলে আমরা পারবো না কেন?
image
প্রথমে নিচের লিংকে যানঃ
Go To Here
তারপর,
Your Page থেকে আপনার পেজটি সিলেক্ট করুন যেটাকে আপনি পেজে ভেরিফাই করবেন।
Government-issued photo ID or
articles of incorporation এখানে
আপনার ভোটার আইডি কাড কিনবা
আপনার ফেসবুকের প্রপাইল পিকচার
আপলোড দিন।
Official site এ আপনার সাইটের নাম দিন তারপরেই
Send এ ক্লিক করুন। কাজ শেষ কিছু ক্ষন
টাইম নিবে তারপরেই আপনার কাজ হয়ে
যাবে।
Read More

২০১৫ সালের শীর্ষ ৩ টি ভিডিওগেম

২০১৫ সালের শীর্ষ ৩ টি ভিডিওগেম
হ্যালো গেম প্রিয় বন্ধুরা কেমন আছেন
সবাই, আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ২০১৫ সালের শীর্ষ কয়েকটি গেম নিয়ে। যারা গেম ভালবাসেন যাদের গেম নিয়ে অনেক আগ্রহ আশা করি আপনাদের কাছে পোস্টটি ভালো লাগবে। বর্তমানে গেমের বাজারে অনেক গেম আছে খেলার জন্য এর ভিতর থেকে আমরা কিছু বাছাই করে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি
Batman: Arkham Knight
হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা যে ভিডিও গেমটি নিয়ে আলোচনা করব সেটি হল Batman: Arkham Knight এই গেমটা ২০১৫ সালের আপকামিং অ্যাকশান এডভেঞ্চার ভিডিও গেম , যেটা ডেভলপ এবং পাবলিশ করেছে Rocksteady Studios এবং ওয়ার্নার
ব্রাদার্স ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট। যেটা তৈরি করা হয়েছে প্লেস্টেশন 4 ,এক্সবক্স ওয়ান ভিডিও গেম কনসোল, এবং মাইক্রোসফট উইন্ডোজের জন্য। ডিসি কমিক্স সুপারহিরো ব্যাটম্যান উপর ভিত্তি করে এই গেমটি তৈরি হয়েছে
image
এক নজরে গেমটিঃ
ডেভেলপার -Rocksteady Studios
♦পাবলিশার্স – ওয়ার্নার ব্রাদার্স ইন্টারেক্টিভএন্টারটেইনমেন্ট
♦ ডিরেক্টর এবং পরিচালক – Sefton Hill কম্পোজার -Nick Arundel and
David Buckley
♦খেলার প্ল্যাটফর্ম – মাইক্রোসফট
উইন্ডোজ, প্লেস্টেশন4,এক্সবক্সওয়ান,OS Xএর(২) লিনাক্স২ ৩ ৪ এর জন্য
গেমার- একক ভাবে খেলতে পারবেন
রিলিজ তারিখ– ২৩ জুন২০১৫
চমৎকার সব ফিচারে ভরপুর গেমটি, আশা করি আপনাদের ভাল লাগবে
The Witcher 3 Wild Hunt
২০১৫ সালে যে কয়টি গেম বাজারে এসেছে এর
ভিতর The Witcher 3 Wild Hunt
গেমটি অন্যতম, গেমটি হল অ্যাকশান রুল
পেলেয়িং ভিডিও গেম যেটা তৈরি হয়েছে একটি
উন্মুক্ত বিশ্বের পরিবেশে এর সাথে তাল
মিলিয়ে। এই গেমটি ডেভলপ এবং পাবলিশ
করেছে CD Projekt RED কোম্পানি
image
এক নজরে গেমটিঃ
♦ ডেভলপার এবং পাবলিশ – CD Projekt RED
♦ডিস্ট্রিবিউটর – এলpl, পালBandai
ডেভেলপার: Namco[1],
♦সিআইএস1Cকোম্পানি,
♦এনএWBগেম,জেপিস্পাইকChunsoft,
এসএMegaromইন্টারেক্টিভ
ডিরেক্টর – Konrad Tomaszkiewicz
[2] and Mateusz Kanik
♦প্রোডিউসার -Piotr Krzywonosiuk and Jędrzej Mróz
♦আর্টিস্ট -Lucjan Więcek Paweł
Mielniczuk William Daly
♦গেম রাইটার্স – Marcin Blacha Borys Pugacz Muraszkiewicz
গেম রিলিজ – ১৯ মে ২০১৫
দুর্দান্ত সব ফিচার দিয়ে গেমটি সাজানো
আশা করি আপনারা অনেক বেশি উপভোগ
করবেন।
Bloodborne
Bloodborne একটা অ্যাকশান রুলিং
প্লেয়িং ভিডিও গেম যেটা পরিচালক
Hidetaka Miyazaki ও ডেভলপার একটা
সফটওয়্যার থেকে এবং প্রকাশিত হয়েছে
সোনি কমপিউটার এন্টারটেনমেন্ট প্লেস্টেশন
৪ এর জন্য
image
এক নজরে গেমটিঃ
ডেভলপার -From Software
ডিস্ট্রিবিউটর– সনি কম্পিউটার ইন্তারটেনমেন্ট
পরিচালক – Hidetaka Miyazaki
চমৎকার সব ফিচার দিয়ে গেমটি ভরপুর আশা করি সবার কাছে ভালো লাগবে
বন্ধুরা যে তিনটা গেম আপনাদের সামনে
পরিচয় করে দিলাম আশা করি আশা করি
আপনাদের কাছে ভালো লাগবে গেম এর সাথে থাকবেন এবং অনেক ইঞ্জয় করবেন, আজ আর নয় আগামিতে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন
ধন্যবাদ
Read More

বাংলাদেশে চালুহলো ডাটাসাশ্রয়ী অ্যাপ অপেরা মিনির নতুন সংস্করণ অপেরা ম্যাক্স।ডাউনলোড করে নিন এখনই

বাংলাদেশে চালুহলো ডাটাসাশ্রয়ী অ্যাপ অপেরা মিনির নতুন সংস্করণ অপেরা ম্যাক্স।ডাউনলোড করে নিন এখনই
image
বাংলাদেশে ডাটা ব্যবস্থাপনা ও
ডাটা সাশ্রয়ী অ্যাপ অপেরা ম্যাক্স চালু করল অপেরা সফটওয়্যার। অ্যাপটি আজ বুধবার থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। মোবাইল ডাটা কানেকশন বা ওয়াইফাই উভয় ক্ষেত্রেই ভিডিও ও ছবি’র আকার ব্যপক পরিমানে কমিয়ে আনে এই সফওয়্যারটি। ফলে গ্রাহক তাদের ডাটা প্ল্যানের সর্বোচ্চ ব্যবহার এবং ডাটা ইউজেসের ওপর আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন।
গ্রাহকদের জন্য নিন্মোক্ত সুবিধাগুলো
এনেছে অপেরা ম্যাক্স:
মোবাইল ডাটার সাশ্রয়: মোবাইল বা
ওয়াই-ফাই নেটওয়ার্কে প্রায় সব অ্যাপ ও
ওয়েবসাইটের ভিডিও, ছবি, মিডিয়াসহ
অন্যান্য কন্টেন্টগুলোর আকার ছোট করার মাধ্যমে ডাটা সাশ্রয় করে অপেরা ম্যাক্স।
সহজ ডাটা ব্যবস্থাপনা:
অ্যাপের ব্যবহার এবং ডাটা সাশ্রয়ের ওপর
মাসিক ও প্রতিদিনের ভিত্তিতে তথ্য প্রদান করে অপেরা ম্যাক্স টাইমলাইন। প্রতিটি অ্যাপে ও মোট কী পরিমাণ ডাটা সাশ্রয় হয়েছে সে তথ্যটিও ডাটা ব্যবহারের
পরিসংখ্যারেন মাধ্যমে প্রদান করা হয়।
দ্রুতগতির ও কার্যকর ওয়েব অভিজ্ঞতা:
ওয়েব থেকে কম ডাটা ডাউনলোডের মানে
গ্রাহকের ফোনে মোবাইল ব্রাউজিং আরো দ্রুততর হবে। ওপেরা ম্যাক্সের কম্প্রেশন ফিচারের মাধ্যমে গ্রাহকরা নেটওয়ার্ক জট এড়িয়ে দ্রুত গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
অ্যাপ ব্লক করা এবং ডাটা লিকেজ
প্রতিরোধ:
অপেরা ম্যাক্সের মাধ্যমে গ্রাহকরা
অপ্রোয়জনীয় অ্যাপগুলোকে চিহ্নিত এবং সেগুলোকে ব্লক করে দিতে পারেন। এই অ্যাপগুলোর জন্য গ্রাহকের অজ্ঞাতে
অপ্রয়োজনীয় ডাটা খরচ হয়ে থাকে।
আরো ভিডিও দেখার সুযোগ পাবেন
গ্রাহকরা: অপেরা ম্যাক্সই একমাত্র অ্যাপ যা ভিডিওর আকার ছোট করে এবং ভিডিও বাফারিংয়ের পরিমাণ লক্ষণীয় পরিমাণে কমিয়ে আনে।
চরম ও আকর্ষণীয় এই এপটি ডাউনলোড করুন এখান থেকে
Read More

রমজান উপলক্ষ্যেইসলামী অ্যাপ’লাইট অফইসলাম’

রমজান উপলক্ষ্যেইসলামী অ্যাপ’লাইট অফইসলাম’
image
আসন্ন পবিত্র মাহে রমজান
উপলক্ষ্যে বাংলাদেশী মোবাইল অ্যাপস ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম৭১
বাংলাদেশ লিমিটেড নিয়ে এলো এক বিশেষ
মোবাইল অ্যাপ্লিকেশন। সম্প্রতি ‘লাইট
অফ ইসলাম’ নামের এই অ্যান্ড্রয়েড
অ্যাপটি গুগল প্লে স্টোরে ছেড়েছে তারা।
অ্যাপটির ডেভেলপারদের সুত্রে জানা গেছে, পবিত্র রমজানের পুণ্যতার আলোকে নিজেকে আলোকিত করার সুযোগ সবার হাতের নাগালে তুলে ধরতেই অ্যাপটি নির্মাণ করেছেন
তারা। প্রথম ভার্সন এ এতে থাকছে দৈনিক
পাঁচ ওয়াক্ত নামাজের সময়, পবিত্র
রমজানের সেহেরী ও ইফতারের সময়সূচী,
পবিত্র কুর’আন শরীফের সকল সূরার অডিও ক্লিপ্স, হাদীস ও গুরুত্বপূর্ণ দোয়া এবং আল্লাহর নামসমূহ।
নির্মাতাদের সূত্রে জানা
গেছে যে বর্তমানে সকল সূরার আয়াত যোগ করা না হলেও খুব শীঘ্রই পরবর্তী ভার্সন থেকেই ভিন্ন ভিন্ন একাধিক ভাষায় সার্বজনীন করে সকল সূরার আয়াত যোগ করা হবে।
এছাড়াও যে কোন স্থানে কিবলার সঠিক দিক নির্ধারণে থাকছে কম্পাস, তাসবিহ গোণার জন্য কাউন্ট ডাউন এবং আপনার লোকেশনে নিকটবর্তী মসজিদের সন্ধান জানতে থাকছে ম্যাপ এর সুবিধা।
ড্রিম৭১ এর ব্যাবস্থাপনা পরিচালক
ইঞ্জিনিয়ার রাশাদ কবীর জানিয়েছেন,
“উন্নত সেবা প্রদানের প্রত্যয় নিয়েই
ড্রিম৭১ এর অগ্রযাত্রা শুরু। জনগণের কষ্ট লাঘবে সহায়ক এমন মানোন্নত অ্যাপ তৈরিতে আমরা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।”
উল্লেখ্য, এর আগে দেশের ক্রিকেটকে নিয়ে
তৈরি সর্বপ্রথম অ্যাপ ‘ক্রিকেট বাংলাদেশ’ এর নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম৭১। এছাড়াও তারা র্যাব, ডিএমপি, এটুআই প্রজেক্ট এবং
অ্যাপোলো হাসপাতালের মতো সুনামধন্য প্রতিষ্ঠানের জন্য অ্যাপ নির্মাণ করেছে।
ডাউনলোড করুন এখান থেকে
Read More

নিয়ে নিন বিনামূল্যে .xyz টপ লেবেলডোমেইন

নিয়ে নিন বিনামূল্যে .xyz টপ লেবেলডোমেইন
একটি টপ লেবেল ডোমেইন যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে কেমন হয়! আপনি চাইলে .xyz.ডোমেইন ১ বছেরের জন্য ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পরেন, এই অফারটি জুন ২০১৫ মাসের জন্য।
image
.xyz ডোমেইন এর বতর্মান মূল্য ১০০০
টাকার মত। তবে .xyz এর প্রথম বার্ষিকী
উপলক্ষ্যে রিসেলাররা ডোমেইন
রেজিস্ট্রেশনে বড় ধরনের ছাড় দিয়েছে। ফলে মাত্র ২০০ টাকাতে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন।
তবে যদি http://buy.xyz/ থেকে
ডোমেইনটি কিনেত চান তাহহলে মূল্য দিতে হবে .৭৫ ডলার। আর আপনি এখানে যদি “celebrate” কুপন কোড ব্যবহার করেন তাহলে .৭৫ কুপন ডিসকাউন্ট পাবেন ফলে আপনার ডোমেইনের মূল্য দাড়াবে ০ ডলার মানে ফ্রি।
সুতারাং দরকার থাকলে ফ্রিতে নিয়ে নিতে
পাবেন .xyz ডোমেইন এক বছরের জন্য
শুধুমাত্র জুন ২০১৫ মাসের মধ্যে।
Read More

ফেসবুকে যুক্তহচ্ছে নতুন ফিচার‘বেস্ট ফ্রেন্ড’

ফেসবুকে যুক্তহচ্ছে নতুন ফিচার‘বেস্ট ফ্রেন্ড’
image
নিউজ ফিড নিয়ে একের পর এক
বিভিন্ন নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ফেসবুক। আর এরই সর্বশেষ সংযোজন ‘বেস্ট ফ্রেন্ড’।
পরীক্ষামূলকভাবে চালু করা নতুন এই ফিচার একজন ব্যবহারকারীকে তার সবচেয়ে ভাল বন্ধু নির্বাচনের সুযোগ করে দেবে।
এই ফিচারের মাধ্যমে নির্বাচিত সেরা বন্ধুর সব ধরণের আপডেট পাওয়া যাবে নিউজ ফিডের একেবারে উপরের দিকে। ফলে কাছের বন্ধুদের কোন আপডেটই আর মিস হবে না।
আর বেস্ট ফ্রেন্ড নির্বাচন করা যাবে
কাঙ্ক্ষিত বন্ধুর প্রোফাইলে থাকা ‘See
First’ বাটনে ক্লিক করে।
নতুন এই ফিচারের ব্যপারে ফেসবুকের একজন মুখপাত্র জানান, “ফেসবুকের ইউজার এক্সপেরিয়েন্স আরও উন্নত করতে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ফিচার যুক্ত করছি। আর এর অংশ হিসেবেই নতুন এই ফিচারটি যুক্ত করা হয়েছে যার মাধ্যমে নির্দিষ্ট কিছু বন্ধুর আপডেট পাওয়া যাবে সবার উপরে।”
Read More

প্লে স্টোরের প্রয়োজনীয় সকল পেইড এপ ডাউনলোড করুন একদম ফ্রিতে

প্লে স্টোরের প্রয়োজনীয় সকল পেইড এপ ডাউনলোড করুন একদম ফ্রিতে
image
আসুন আপনাদের সাথে পরিচয় করাই এমন
একটি APP এর যার সাহায্যে আপনারা খুব
সহযেই প্লে স্টোরের পেইড APP FREE তে ডাওনলোড করতে পারবেন ।
APP টির নাম BLACKMART
ALPHA.APK !!!!!
APP টির সুবিধাসমূহঃ
¤প্রথমত এটির সাহায্যে PLAY STORE এর যেকোন পেইড APP FREE তে ডাওনলোড করতে পারবেন ।
¤এটি PLAY STORE এর মতই ডিজাইন করা তাই ব্যাবহার করা খুব সহজ
¤এটি থেকে APP INSTALL করলে সরাসরি মেমোরি কার্ডে ডাওনলোড হয় । তাই আলাদা করে BACKUP করতে হয় না ।
¤এটি থেকে খুব সহজেই APP ডাওনলোড
করা যায় । তাই 2G ব্যাবহারকারীদের ও
ডাওনলোড করতে তেমন একটা অসুবিধা হবে না ।
বাকি সুবিধাগুলো ডাওনলোড করে ব্যাবহার করার পরেই বুঝতে পারবেন ।
ডাউনলোড করুন এখান থেকে
আশা করি সবার কাজে লাগবে এপটি।কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
Read More

মোবাইল ফোন লেখাপড়ার জন্যে ক্ষতিকর

মোবাইল ফোন লেখাপড়ার জন্যে ক্ষতিকর
স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার পর শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো হয়েছে গবেষণায় দেখা গেছে। গবেষকরা বলছেন, এর ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্যে বাড়তি সময় পেয়েছেন। ইংল্যান্ডের চারটির শহরের স্কুলে জরিপ চালিয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এই সমীক্ষাটি প্রকাশ করেছে। ফোন নিষিদ্ধ করার আগে ও পরে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই মন্তব্য করা হয়েছে। এছাড়াও দেখা গেছে, যেসব স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে, সেসব স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার ফল অন্যান্য স্কুলের তুলনায় ৬% ভালো।
গবেষকরা বলছেন, স্বল্প আয়ের পরিবারের ছেলেমেয়েদের উন্নতি হয়েছে সবচে বেশি। ব্রিটেনে ৯০ শতাংশেরও বেশি কিশোর কিশোরী মোবাইল ফোন ব্যবহার করে থাকে। গবেষকরা বলছেন, নতুন নতুন স্মার্ট ফোনের অনেক সুবিধা থাকলেও এসব ফোন শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে। এতে পড়ালেখারও ক্ষতি হয়। ২০০৭ সালের এপ্রিল মাস থেকে শিক্ষক শিক্ষিকাদের বৈধ অধিকার ছিলো শিক্ষার্থীদের কাছ থেকে জিনিসপত্র জব্দ করা। তবে মোবাইল ফোনের ব্যাপারে সরকারি নীতিতে কিছু বলা ছিলো না। একেকটি স্কুল এবিষয়ে একেক ধরনের নীতি গ্রহণ করেছে।
যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেয়র সম্প্রতি স্কুল প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহারের ওপর থেকে ১০ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কর্তৃপক্ষ বলছে, এর ফলে অসাম্য কমে আসবে বলে তারা মনে করেন। কিন্তু গবেষকরা এর সাথে একমত নন। তারা বলছেন, মোবাইল ফোন নিষিদ্ধ করে স্কুল কর্তৃপক্ষ লেখাপড়ায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে পারে।
Read More

পুরুষের ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে 'প্রেম'

পুরুষের ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে 'প্রেম'
অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হয়। এটি দেহের বিপাক ক্রিয়াতেও সহায়তা করে। আর সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, প্রেম-ভালোবাসার কারণে এ হরমোনটির নিঃস্বরণ বেড়ে যায়। এতে শরীরের বেশ কিছু পরিবর্তন হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।
পুরুষেরা প্রেমে পড়লে দেহে অক্সিটোসিন বেড়ে যায়, যা শরীরে বিপাক ক্রিয়া বাড়ায়। এতে দেহে কিছু ইতিবাচক প্রতিক্রিয়া হয়, যার মধ্যে আছে দেহের ওজন কমে যাওয়া।
গবেষণায় দেখা গেছে, অক্সিটোসিন অতিরিক্ত মোটা পুরুষদের ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে। মূলত বিপাক ক্রিয়ায় পরিবর্তনের কারণেই এটি হয়।
গবেষকরা আরো জানিয়েছেন, অক্সিটোসিন হরমোন দেহের ক্যালরি গ্রহণ কমাতেও সহায়তা করে। ফলে শুধু দেহের ক্যালরি ক্ষয় করতেই নয়, ক্যালরি গ্রহণ কমাতেও এ হরমোন কাজ করে। এতে সামগ্রিকভাবে দেহের ওজন কমার বা সঠিক ওজনে যাওয়ার প্রবণতা দেখা যায়।
গবেষকরা আরো জানিয়েছেন, ক্যালরি গ্রহণ কমে গেলে এবং অক্সিটোসিন কার্বহাইড্রেটকে ফ্যাটে রূপান্তর করলে তা দেহের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে।
Read More

নারীরা কেনো গর্ভনিরোধক পদ্ধতি গ্রহণ করেন?

নারীরা কেনো গর্ভনিরোধক পদ্ধতি গ্রহণ করেন?
আমেরিকান সিনেমা পরিচালক, স্ক্রিন রাইটার, প্রযোজক লিনা ডানহাম তার টুইটারে নারীদের প্রতি একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তা হলো, আপনারা কেনো গর্ভনিরোধক পদ্ধতি গ্রহণ করেন? এর জবাব দিয়েছেন বহু নারী। এ আলোচনায় অংশ নিয়েছেন পুরুষরাও। আমরা সাধারণ মনে করি, নারীরা গর্ভনিরোধের যেকোনো পদ্ধতি গ্রহণ করেন স্রেফ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে। কিন্তু এই টুইটের জবাবে অন্যান্য বিষয়ও বের হয়ে এসেছে এসব জবাব থেকে।
অনেক নারীই অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন যার কারণে গর্ভধারণ করতে পারছেন না। আবার অনেকের ঋতুঘটিত সমস্যা রয়েছে যা গর্ভধারণের ক্ষেত্রে বাধাস্বরূপ। আবার অনেকের গর্ভনিরোধ করতে হচ্ছে চাপে পড়ে। একে তারা নারী অধিকারে হস্তক্ষেপ বলে অভিযোগ তুলছেন।
যেমন- একজন নারী জবাবে বলেছেন, আমার এনডোমেট্রিওসিস সমস্যার কারণে পিল খেতে হয়। আবার অন্য এক নারী বলছেন, আমার গর্ভনিরোধ প্রয়োজন কারণ দুটো সন্তান হয়ে গেছে আমার। আর নিতে চাই না। আরেক নারী জানালেন যে, তিনি সন্তান পালনের সামর্থ এখনো অর্জন করেননি। তাই আপাতত পিল খাচ্ছেন। অন্য এক তরুণী জানালেন, আমার লিখাপড়া এখনো শেষ হয়নি। তা ছাড়া ক্যারিয়ার গড়ে তোলাসহ ভ্রমণের নানা পরিকল্পনা পড়ে রয়েছে। এখানে একটি বাচ্চা আসলে সব ভেস্তে যাবে। এমন নানা সমস্যা উঠে এসেছে নারীদের জবাবে। এক তরুণের ভাষ্য, প্রতিটি মেয়ের সেক্স উপভোগ করাটা নিরাপদ হওয়া চাই। তা ছাড়া একজন পুরুষও চায় না অনাকিঙ্ক্ষিতভাবে কোনো সন্তান এসে পড়ুক।
আপনার কারণ যাই হোক না কেনো, এটি গ্লোবালি গুরুত্বপূর্ণ একটি ইস্যু। বিশেষ করে তৃতীয় বিশ্বের নারীদের এ বিষয়ে বিভিন্ন মারাত্মক সমস্যা ভোগ করতে হয়। আবার নিরাপত্তার প্রয়োজনেও গর্ভনিরোধ প্রয়োজন হয়ে পড়ে।
Read More

যে ৫টি ভুলের কারণে আপনার মুখে ব্রণ রয়েই যাচ্ছে

যে ৫টি ভুলের কারণে আপনার মুখে ব্রণ রয়েই যাচ্ছে

মুখে খুব ব্রণ ওঠে? অনেক চেষ্টা করেও কিছুতেই এই ব্রণের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না? তাহলে জেনে রাখুন, এটার জন্য দায়ী আপনি নিজেই। আপনারই কিছু ভুলের কারণে এত চেষ্টা করার পরো ব্রণ নামক জিনিসটা নষ্ট করে যাচ্ছে আপনার সৌন্দর্য। কীভাবে? চলুন তবে জেনে নিই ভুলগুলো।
১) ভুল রূপচর্চা করছেন
বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ভুল রূপচর্চা দায়ী ব্রণ না সারার পেছনে। আপনি হয়তো ঢালাও ভাবে রূপচর্চা করে যাচ্ছেন, যা অন্য সবার জন্য। কিন্তু ব্রণ ওঠে ত্বকের জন্য চাই একেবারেই আলাদা যত্ন। তাই অন্যরা যা করছে সেটা না করে অভিজ্ঞ বিউটিশিয়ানের সাথে পরামর্শ করে তবেই রূপচর্চা করুন।
২) নোংরা বালিশে ঘুমাচ্ছেন
হ্যাঁ, আমাদের মুখে ব্রণ ওঠার অন্যতম কারণ হচ্ছে নোংরা বালিশ বা বালিশের কাভার। আপনার ত্বকের সর্বনাশ করে দেয় এই কাজটি। যাদের মুখে ব্রণের সমস্যা আছে তাঁরা অবশ্যই একদিন পর পর বালিশের কাভার বদলে নেবেন ও অন্য কারো বালিশ ব্যবহার করবেন না।
৩) খুশকি দূর করছেন না
যতই ত্বকের যত্ন করুন না কেন, যদি মাথার খুশকি দূর না করতে পারেন, তাহলে কিন্তু ব্রণ সারবে না একেবারেই। আপনি বিশ্বাস করতে না চাইলেও এটা সত্যি যে মাথায় খুশকির সাথে ব্রণ সমস্যার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
৪) সাদা পানি কম খাচ্ছেন
যতই চা , কফি , জুস বা অন্য পানীয় খেয়ে থাকুন না কেন সাদা পানি আপনাকে খেতেই হবে। সাধারণ পানির চাইতে উপকারী আর কিছুই নেই। অন্য পানীয় খাচ্ছেন বলে সাদা পানীয় খাওয়া কমিয়ে দিলে ব্রণ সারবে না কখনই।
৫) ভুল প্রসাধনী
মুখে ব্রণ হচ্ছে মানে ত্বক সেনসিটিভ। তাই আপনাকে বেছে নিতে হবে আপনার ত্বকের উপযোগী প্রসাধনী। তাই কেউ একটা কিছু ব্যবহার করলেই হুজুগে পড়ে সেটা কিনে ফেলবেন না। তাছাড়া ব্রণ ভরা মুখে মেকআপ করে সেটা ঢাকার চাইতে মেকআপ ছাড়া থাকুন। এতে ব্রণ সারবে দ্রুত, ত্বকের ওপর অত্যাচার কম হবে।
Read More

পড়ার টেবিলে দিনের শুরু, বিশ্বের ১৩ মহারথীর তালিকায় যা থাকে

পড়ার টেবিলে দিনের শুরু, বিশ্বের ১৩ মহারথীর তালিকায় যা থাকে

বিশ্বের সফলতম মানুষদের গোটা দিনটাই ব্যস্ততার মধ্য দিয়ে যায়। এ ছাড়া প্রত্যেকের নির্দিষ্ট কিছু কাজের তালিকা রয়েছে যা তারা যুগ যুগ পালন করে আসছেন। এর মধ্যে একটি দিনের শুরুতে কিছু একটা পড়ার কাজ। সফল মানুষদের আদর্শ যারা, প্রতিদিন সকালে তাদের কে কি পড়েন তা জেনে নিন এখানে।
১. ‘বিনিয়োগ গুরু’ ওয়ারেন বাফেটের দিনের কাজ শুরু হয় জাতীয় এবং স্থানীয় খবর পড়ে। এই বিলিয়নিয়ার জানান, প্রতিদিন সকালে ওয়াল স্ট্রিট জার্নাল, ফিনানসিয়াল এক্সপ্রেস, নিউ ইয়র্ক টাইমস, ইউএসএ টুডে, ওহামা ওয়ার্ল্ড হেরাল্ড বা আমেরিকান ব্যাঙ্কার দিয়ে দিন শুরু করেন তিনি।
২. মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সকালে জাতীয় খবরে চোখ বুলিয়ে নেন। এর সঙ্গে পড়েন দুই-একটি ব্লগ এবং গুটিকয়েক ম্যাগাজিন। নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট সকালে নিয়মিত পড়েন তিনি। এ ছাড়া টাইমস কলামিস্ট, অ্যান্ড্রু সুলিভান, নিউ ইয়র্কার এবং দ্য আটলান্টিক ব্লগের দারুণ ভক্ত তিনি।
৩. সকালটা নিউজ ডাইজেস্ট দিয়ে শুরু করেন বিল গেটস। বার্কশায়ার হ্যাথওয়ের খবর দেখে নেন। ওয়ারেন বাফেটের এই প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরিজ তিনি। পড়ার তালিকায় রয়েছে ইকোনমিস্ট কভার-টু-কভার, নিউ ইয়র্ক টাইমস ইত্যাদি।
৪. বাজফিড প্রতিষ্ঠাতা জোনাহ পেরেতির সকাল শুরু হয় নিউ ইয়র্ক টাইমসের ব্যবসা বা খেলাধুলার খবর দিয়ে। নিউ ইয়র্কার এবং ইকোনমিস্টের সাবস্ক্রিপশন করা রয়েছে তার।
৫. ফাস্ট-ফুড চেইন ‘পপায়াস লুইজিয়ানা কিচেন’ এর সিইও শেরিল ব্যাচহেল্ডার প্রতিদিন সকালে দুটো গুরুত্বপূর্ণ কাজ সারেন। একটি নেতৃত্ব বিষয়ক কোনো নিবন্ধ এবং অপরটি কিছুটা একাকী সময় কাটানো।
৬. জেনারেল ইলেকট্রিকের সিইও জেফরি ইমেল্ট বলেন, সকাল শুরু হয় ওয়াল স্ট্রিট জার্নাল দিয়ে। এ ছাড়া ফিনানসিয়াল টাইমস এবং এফটিইনডেক্স রয়েছে তালিকায়।
৭. স্টারবাকস সিইও হাওয়ার্ড শালজ বিগত ২৫ বছর ধরে দিনের শুরুতে কিছু না কিছু পড়েন। কফির সঙ্গে তিনটি পত্রিকা তুলে নেন তিনি। একটি সিয়াটল টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস।
৮. ‘ডিলবার্ট’ কমিক এর প্রতিষ্ঠাতা স্কট অ্যাডামস ভোরে উঠে একটি প্রোটিন বার খেয়ে ফেলেন। এরপর পড়েন বিজনেস ইনসাইডার। ব্যবসা এবং রাজনীতির খবর পড়ে সৃষ্টিশীলতার চর্চা করেন।
৯. ফোকাস ব্র্যান্ডের গ্রুপ প্রেসিডেন্ট ক্যাট কোল সকালে প্রথমেই ঢুঁ মারেন সোশাল মিডিয়ায়। ভোর ৫টায় উঠে ক্যালেন্ডার দেখে নেন এবং সোশাল মিডিয়ার মাধ্যমে খবরসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে চোখ বোলান।
১০. বার্কশায়ার হ্যাথওয়ের ভাইস চেয়ারম্যান চার্লি মুনগার জানান, সকালে ইকোনমিস্ট দিয়ে দিনের শুরু হয় তার।
১১. ‘শার্ক ট্যাঙ্ক’ এর বিনিয়োগকারী কেভিন ও-ল্যারি পৌনে ছয়টায় চোখ খোলেন। প্রথম কাজ এশিয়ান এবং ইউরোপিয়ান বন্ড মার্কেট দেখে নেওয়া। এরপর সাম্প্রতিক বিজনেস খবরগুলো পড়েন।
১২. উদ্যোক্ত এবং সোশাল মিডিয়া গুরু গ্যার ভেনারচাকের সকাল যায় টুইটারে চোখ বুলিয়ে। পাশাপাশি টেকমেমে তার প্রিয় সাইট।
১৩. এনএফএল এর হল অব ফেম এবং উদ্যোক্তা ফ্রান টার্কেন্টন বলেন, সকালের একটি সময় কাটে আটলান্টা জার্নাল কন্সটিটিউশন পড়ে। এরপরই নিউ ইয়র্ক টাইম-এ ঢুঁ মারেন তিনি।
Read More

যেসব ছেলে মেয়েরা বেশি পছন্দ করে

যেসব ছেলে মেয়েরা বেশি পছন্দ করে


পছন্দের মানুষকে পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। সেটি হলো পাওয়ার আগে পছন্দের মানুষটির চোখে আকর্ষণীয় হয়ে উঠতে হবে। তাহলে আর দেরি নয়। ঝটপট জেনে নিন মেয়েদের চোখে আকর্ষণীয় পুরুষ কারা-
যারা নিজেকে আকর্ষণীয় মনে করে:
আপনি যদি নিজেকে আকর্ষণীয় মনে না করেন, তাহলে অন্যের চোখে আকর্ষণীয় হবেন কী করে? এ ধরনের দুর্বল চিন্তা আপনার চিন্তা-চেতনাকে আরও দুর্বল করে দেবে। তো, আজ থেকেই নিজের লুক নিয়ে যত্নবান হোন, নিজেকে আকর্ষণীয় মনে করা শুরু করুন।
একঘেয়েমি নয়:
হয়ত আপনি নিজের অজান্তেই মেয়েটির বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। মেয়েটিও ভদ্রতাবশত মুখ ফুটে তা বলতে পারছে না। তাই এ বিষয়ে খেয়াল রাখুন। কখনই তার সামনে কাজের কথা কিংবা খেলাধুলা নিয়ে কথা বলতে যাবেন না- যদি না এ সব কথা তার পছন্দ হয়। এতে সে একঘেয়েমি বোধ করবে, দ্বিতীয়বার আপনার সঙ্গে দেখা করতে চাইবে না। প্রথমেই তার আগ্রহের বিষয়গুলো জেনে নিন। তারপর ওই বিষয়গুলোর সঙ্গে নিজের পছন্দ মিলিয়ে কথা বলুন।
যারা অতিরিক্ত কথা বলে না:
মেয়েরা বেশি কথা বলে এমন ছেলে মোটেও পছন্দ করে না। তবে এর মানে এই নয় যে, একেবারেই কথা বলবেন না, বরং এতে সে বিরক্তবোধ করবে। তাকেও কথা বলার সুযোগ দিন। অনেক লাজুক একটা মেয়েকেও আপনি কথা বলার জায়গা তৈরি করে দিতে পারেন, যদি তার আগ্রহের জিনিসটি বের করে ফেলতে পারেন। তখন সে আপনার মাঝে নির্ভরতা খুঁজে পাবে।
কখনই বেশি প্রশ্ন করবেন না:
এটা সত্যিই অদ্ভুত যখন আপনি কোনো মেয়ের সঙ্গে বসে আছেন কিন্তু আড্ডা দেওয়ার মতো বিষয় খুঁজে পাচ্ছেন না। এর মানে এই নয় আপনি তাকে একের পর এক প্রশ্ন করেই যাবেন। এতে করে সে আপনার কাছ থেকে পালাবে। তাকে তার পছন্দের বিষয় নিয়ে প্রশ্ন করুন। এতে সে আগ্রহ বোধ করবে, নিজেই কথা বাড়াবে। মনে রাখবেন, আপনি শুধু তার সঙ্গে টাইম পাস করার জন্য গল্প করছেন না, আপনাদের দুজনের মনের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করার প্রচেষ্টা করছেন।
হ্যাঁ/না টাইপের ছেলে:
যার উত্তর কেবল হ্যাঁ/না’তেই সীমাবদ্ধ- এমন প্রশ্ন এড়িয়ে চলুন। যেমন- আপনি কি সিনেমা পছন্দ করেন? বা আপনি কি খেতে পছন্দ করেন? এটা পুরো আলোচনাটাকেই নষ্ট করে দিতে পারে।
কখনই মেয়েদের এ্যাওয়ার্ড মনে করবেন না:
একটি মেয়ে যদি বুঝতে পারে আপনি তাকে একটা এ্যাওয়ার্ড কিংবা পুরস্কার হিসেবে গণ্য করছে, বন্ধুদের সামনে তাকে পাওয়ার জন্য অহংকারবোধ করছেন- তাহলে সে কখনই আপনার প্রতি আকর্ষণ বোধ করবে না।
ভাললাগা তৈরি করতে পারে এমন পুরুষ:
শুধু আপনার ভাল লাগলেই চলবে না। আপনার প্রতি তার আকর্ষণও লাগবে। তাই আপনার প্রতি তার ভাললাগা সৃষ্টি করুন। তাকে কিছু ভাললাগার মুহূর্ত উপহার দিন। আপনার সঙ্গ সে যদি উপভোগ করা শুরু করে তাহলে তার হৃদ মাজারে ঘণ্টা বাজতে খুব বেশি দেরি লাগবে না।
আত্মবিশ্বাসী পুরুষ:
মেয়েরা কখনই আত্মবিশ্বাসী পুরুষকে ফিরিয়ে দেন না। শুধু ‘না’ করে দেওয়ার ভয়ে কখনই আপনার পছন্দের মেয়েটিকে মনের কথা বলতে পিছপা হবেন না। মনে রাখতে হবে, ‘নো রিস্ক, নো গেইন’। জীবনে কিছু পাওয়ার জন্য একটু ঝুঁকি তো নিতেই হবে বস!
Read More

প্রেমের প্রস্তাব দেয়ার অভিনব ৫টি উপায়

প্রেমের প্রস্তাব দেয়ার অভিনব ৫টি উপায়
11
মন থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন একজনকে। কিন্তু কিছুতেই তাকে বলতে পারছেন না মনের কথাগুলো। আর ভালোবাসার মানুষটিকে প্রেমের প্রস্তাব দেয়া নিয়ে তো আর তাড়াহুড়া করা যায় না। সবার চাইতে আলাদা ভাবে, অসাধারণ ভাবে চমকে দিতে ইচ্ছে করে প্রিয় মানুষটিকে। আর ভালোবাসার মানুষটিকে প্রেমের প্রস্তাবটাই এমন ভাবে দিতে হয় যেন সে মুগ্ধ হয়ে যায় এবং প্রস্তাব ফিরিয়ে দিতে না পারে তাই না?
প্রেমের প্রস্তাব দেয়া শুনতে যতটা সহজ মনে হয় আসলে ঠিক ততটাই কঠিন। কীভাবে প্রস্তাব দেবেন, কীভাবে মুগ্ধ করবেন প্রিয় মানুষটিকে কিংবা কেমন হবে আপনার প্রস্তাব দেয়ার ধরণ তা নিয়ে ভাবতে ভাবতেই অনেক গুলো সময় পার করে দেয় অনেকেই। আর তাই পাঠকদের জন্য আজ রইলো নারী-পুরুষ নির্বিশেষে প্রেমের প্রস্তাব দেয়ার অভিনব ৫টি উপায়।
জন্মদিনের সারপ্রাইজ
জন্মদিনের দিন প্রিয় মানুষটির মন এমনিতেই অনেক ভালো থাকে। তাই এই দিনটি ভালোবাসার কথা জানানোর জন্য একটি উপযুক্ত দিন। প্রিয় মানুষটির জন্মদিনে তাকে সারপ্রাইজ দেয়ার জন্য উপহার ও ফুল নিয়ে যান। জন্মদিনের শুভেচ্ছা জানানো ও উপহার দেয়ার পর দিনের কোনো একটি সুবিধাজনক সময়ে তাকে ভালোবাসার কথা জানিয়ে দিন। সেই সঙ্গে এটাও বলুন যে তাকে ভালোবাসার কথাগুলো জানানোর জন্য বিশেষ দিন হিসেবে আপনি তার জন্মদিনটিকেই বেছে নিয়েছেন।
এফ.এম. রেডিও
আজকাল অনেকেই নিয়মিত এফ.এম. রেডিও শুনে থাকে। আপনার প্রিয় মানুষটির যদি এফ.এম. রেডিও শোনার অভ্যাস থাকে তাহলে তাকে এফ.এম. রেডিও-তেই ভালোবাসার কথাটি জানিয়ে দিতে পারেন। এক্ষেত্রে তার পছন্দের অনুষ্ঠানের সময়সূচি জেনে নিন। এরপর নিশ্চিত হয়ে নিন যে সেই অনুষ্ঠানটি আপনার ভালোবাসার মানুষটি সেই সময়ে শুনছে। এরপর রেডিও প্রোগ্রামের ফোন নম্বরটি জেনে নিয়ে যথা সময়ে ফোন দিন গুছিয়ে বলে দিন মনের কথা গুলো। প্রয়োজনে রেডিও জকির সাহায্য নিতে পারেন।
স্ক্রাপবুক
নিজেদের বিভিন্ন সময়ের ছবি, এসএমএস ও অন্যান্য কিছু স্মৃতি দিয়ে বানিয়ে ফেলুন একটি স্ক্র্যাপবুক। স্ক্র্যাপ বুক বানানোর জন্য একটি স্কেচবুক কিনে নিতে পারেন। এরপর সেটার পাতায় পাতায় ছবি ও স্মৃতিময় জিনিসগুলোকে আঁটকে দিন আঠা দিয়ে। স্ক্র্যাপবুকের সবচাইতে শেষের পাতায় লিখে দিন আপনার ভালোবাসার কথাগুলো।


মোম বাতি ও ফুল
ভালোবাসার মানুষটিকে চমকে দেয়ার জন্য একটু কষ্ট করতে হলে করে ফেলুন না। প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য নিজের করে নেয়ার জন্য প্রেমের প্রস্তাবটাও একটু আলাদা ভাবে দিন। খোলা মাঠে, ছাদে কিংবা ঘরেই মোম বাতি দিয়ে হার্ট আকৃতি তৈরী করুন। এরপর তার মাঝে লাল গোলাপের পাপড়ী ছড়িয়ে দিন। প্রিয় মানুষটিকে সেই স্থানে ডাকুন এবং মোম গুলো জ্বালিয়ে রাখুন। এরপর সে আসলেই বলে দিন আপনার ভালোবাসার কথাগুলো।
কেক-এ লিখুন
কেক খেতে তো সবাই ভালোবাসে। উৎসবে কিংবা উপলক্ষে একটি কেক থাকলে সেটা আরো জমে ওঠে। আর তাই আপনার ভালোবাসা প্রকাশের উপলক্ষটাকেও কেক কেটে উদযাপন করতে পারেন। হঠাৎ করে একদিন বিশাল একটি কেকে আপনার ভালোবাসার কথা লিখে নিয়ে যেতে পারেন প্রিয় মানুষটির কাছে। কেকে লেখা ভালোবাসা প্রকাশের কথাগুলো দেখেই চমকে যাবে আপনার প্রিয় মানুষটি।


ফেইসবুকে আমাদের আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক পেইজ ও ফেইসবুক গ্রুপে ।

সবাই ভাল থাকবেন ।
Read More

ফ্রিতে Apple ID খোলার পদ্ধতি

ফ্রিতে Apple ID খোলার পদ্ধতি

আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে Apple ID বিনামূল্যে খুলতে হয় । তাই কথা না বাড়িয়ে কাজে চলে যাই ।
১। iTunes ইনস্টলঃ
Apple ID খোলার জন্য প্রথমে আপনাকে iTunes এর প্রয়োজন পড়বে।
** iTunes ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
** ডাউনলোড শেষে কম্পিউটারে iTunes টি ইন্সট্ল করে নিন।
২। iTunes চালু করে iTunes Store এ ক্লিক করুন।


৩। App Store ক্লিক করার পর Free Apps এ যে কোন app এর উপর মাউস রাখলে Free লিখাতে ক্লিক করুন ।
৪। আইটিউনস এ আপনাকে সাইন-ইন করার জন্য বলা হবে। আপনি Create New Account এ ক্লিক করুন।
৫।Continue এবং Agree বাটনে ক্লিক করুন।
৬।Agreement পেপারে যথাক্রমে ক্লিক করুন
৭। সঠিক তথ্যাদি দিয়ে ফরমটি ফিলাপ করুন এবং Continue তে ক্লিক করুন।
পাসওয়ার্ডে কমপক্ষে একটি বড়হাতের অক্ষর একটি ছোটহাতের অক্ষর এবং নম্বর থাকতে হবে, আর পাসওয়ার্ডটি অবশ্যই ৮ অক্ষরের হতে হবে। যেমন ঃ AlokitoBD2012$()
৮। Payment Type থেকে None এ ক্লিক করুন এবং Billing Address গুলি নিচের স্কিনশর্টটির মত লিখুন (শুধুমাত্র নামের জায়গায় আপনার নাম লিখুন)। এবং সবশেষে Create Apple ID তে ক্লিক করুন।
৯। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে আপনার E-Mail এড্রেসটি Verification করতে বলা হবে।
১০। আপনার ই-মেইল একাউন্টে প্রবেশ করুন এবং Apple থেকে মেইলটি ওপেন করে Verify Now > তে ক্লিক করুন।
১১। ইমেইল এড্রেসটি যাচাই করতে আপনাকে লগ-ইন করতে বলা হবে। আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে লগিন করুন।সফলভাবে লগ-ইন হলে Email Address Verified ম্যাসেজ দেখাবে। Return to the Store এ ক্লিক করুন
১২।কিছুক্ষণের মধ্যেই আপনাকে iTunes এ ফিরিয়ে নিয়ে যাওয়া হবে
এখন আপনি আপনার ইন্সটলকৃত iTunes দ্বারা ID এবং Password দিয়ে লগিন করুন ।
১৩। এখন আপনি আপনার সদ্য তৈরীকৃত Apple ID দিয়ে iTunes থেকে ইচ্ছামত ফ্রি এপ্লিকেশনগুলি ডাউনলোড করতে পারবেন।
Read More